গর্ভবতী নারী কিভাবে নামায আদায় করবে?
প্রশ্নঃ ৯৮৪২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমী ছয় মাসের প্রেগন্যান্ট আমী দারীয়ে দারীয়ে নামাজ পড়তে পারিনা অনেক কষ্ট হয় সেজদা দিতে গেলে ও কষ্ট হয় এক্ষেত্রে কি আমি বসে বসে নামাজ পড়তে পারবো উত্তরটা জানালে উপকৃত হতাম?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী বোন! প্রশ্নোক্তে ক্ষেত্রে আপনার জন্য করণীয় হল, মাটি বা চেয়ারে বসে নামাজ আদায় করা এবং রুকু ও সেজদা ইশারার মাধ্যমে সম্পন্ন করা। এবং খেয়াল রাখতে হবে যে সেজদার সময় রুকুর তুলনায় কিছুটা বেশি ঝুঁকতে হবে। এই পদ্ধতিতে নামাজ আদায় করতে পারেন।
آثار السنن: (باب صلاۃ المریض، رقم الحدیث: 804)
و عن نافع أن عبد اللّٰہ بن عمر ص یقول : إذا لم یستطع المریض السجود أومأ برأسہ إیمائً ، و لم یرفع إلی جبھتہ شیئًا ‘‘ رواہ مالک و اسنادہ صحیح
الھندیۃ: (134/1، ط: دار الفکر)
وإن عجز عن القیام والرکوع والسجود وقدر علی القعود یصلی قاعدا بإیماء ویجعل السجود أخفض من الرکوع
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন