আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইমু হোয়ার্সঅ্যাপ ইত্যাদিতে ভিডিও কলে কথা বলা কি জায়েজ আছে?

প্রশ্নঃ ৯৮০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমোতে ভিডিও কলে কথা বলা কি জায়েজ আছে? এর আগে এক বড় আলেমের মুখে শুনেছিলাম ইমুতে ভিডিও কলে কথা বলা নাজায়েজ দেওবন্দ থেকে নাকি এই ফতোয়া দিয়েছে। দলিলসহ জানালে উপকৃত হতাম।

২৯ অক্টোবর, ২০২৩
নবাবগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মোবাইল ও ট্যাবের ফ্রন্ট ক্যামেরা বা ল্যাপটবের ওয়েব ক্যামেরা, এগুলো সবই আয়নার হুকুমে। আয়নায় যেমন প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি এই ক্যামেরাগুলোর মাধ্যমেও অপর পাশে থাকা ব্যক্তির চেহারা দেখা যায়।

তাই যাদের সঙ্গে কথা বলা ও দেখা করা জায়েজ, তাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলা ও দেখা করাও জায়েজ। শর্ত হলো, কলটি রেকর্ড করা যাবে না। স্কিন শট নেওয়া যাবে না। যেহেতু এখনো বেশির ভাগ ফিকহবিদের মতে ছবি-ভিডিও নিষিদ্ধ। কিন্তু যাদের সঙ্গে দেখা করা নিষিদ্ধ; বরং পর্দা করা ফরজ, তাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলাও নিষিদ্ধ।

-(সুরা : নূর, আয়াত : ৩০-৩১; ফিকহি মাক্বালাত : ৪/১২৩-১৩০)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন