ঔষধের ক্ষেত্রে মুমিনের বিশ্বাস কেমন হবে
প্রশ্নঃ ৯৭১৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওষুধেরকিছুটা ক্ষমতাআছে সুস্থ করার? আমিভাবতাম ওষুধ দেহে বিভিন্নকাজ করে সুস্থকরে মানুষ চেষ্টাকরে রক্ষা করে।আল্লাহ কিভাবে আসলে করে ভালোমত বুঝতে না পারলে শিরক?মনেহয় মানুষকেই মূল ক্ষমতায় ভেব ফেলি।কান্নাকাটি করি।২আল্লাহ ব্যতীত কারো ক্ষমতা আছে কিনা সন্দেহ থাকলে কোন দিকে দৃঢ় বিশ্বাস না করলে ঈমান থাকবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
باب لِكُلِّ دَاءٍ دَوَاءٌ وَاسْتِحْبَابُ التَّدَاوِي
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَأَبُو الطَّاهِرِ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالُوا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، - وَهُوَ ابْنُ الْحَارِثِ - عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ " .
পরিচ্ছেদঃ ২৬. প্রতিটি রোগের ঔষধ রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব
৫৫৫৩। হারুন ইবনে মারুফ, আবু তাহির ও আহমদ ইবনে ঈসা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ প্রতিটি রোগের ঔষধ রয়েছে। সুতরাং রোগে যথাযথ ওষুধ প্রয়োগ করা হলে মহান ও মহিয়ান আল্লাহর হুকুমে রোগ নিরাময় হয়।
আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ (সহীহ মুসলিম)
হাদীস নং: ৫৫৫৩
তাহকীকঃ তাহকীক নিষ্প্রয়োজন
বর্ণনাকারীঃ জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)(মৃত্যুঃ ৭৮ হিজরী)
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/12602
অ্যাপসের লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.tos.namajtime
উল্লেখিত হাদিসটি খুব মনোযোগের সাথে পড়ুন। বলা হয়েছে যে, প্রতিটি রোগের ঔষধ রয়েছে। কিন্তু শেষে বলা হয়েছে, আল্লাহ তাআলার হুকুমে রোগ নিরাময় হয়। সুতরাং ঔষধ প্রয়োগ করতে নিষেধ নেই। কিন্তু বিশ্বাস রাখতে হবে, ঔষধের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আল্লাহর ইচ্ছায় ঔষধ কাজ করে। আল্লাহ না চাইলে ঔষধ প্রয়োগে কোনো লাভ হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন