প্রশ্নঃ ৯৭০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় ভাইয়েরা আমার,আল্লাহ আপনাদের প্রতি রহম করুক ও হেফাযত করুক।প্রিয় মুসলিম বাংলা এপে অনেক দুআর নোটিফিকেশন আসে,অনেক দুআ আমার প্রয়োজনের সাথে মিলে যায়,কিন্তু আমিতো আলেম না,যের যবর না থাকার কারনে পরতে পাড়ি না,পবিত্র কোরআনে যেভাবে যের যবর থাকে,ঠিক এভাবে যদি আপনাদের এপের দুআ গুলোতে যের যবর দিতেন,তা হলে পড়তে সহজ হতো ও খুব উপকৃত হতাম প্রিয় ভাইয়েরা।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ
بِسْمِ اللَٰهِ الرَّحْمـٰنِ الرَّحِيْمِ
আল্লাহ তায়ালা কবুল করুন। এই অ্যাপের মাধ্যমে সবাইকে আরো বেশী উপকৃত হওয়ার তাওফিক দান করুন। আল্লাহ তায়ালা অ্যাপের ফায়দাকে আরো ব্যাপক করুন।
আসলে হরকত (যের জবর ইত্যাদী ) টাইপ করা কিছুটা জটিল বিষয়। স্বভাবিক সময়ের চেয়ে এতে অনেক বেশী সময় ব্যয় হয়। আমাদের হাতে আলহামদুলিল্লা প্রতিদিন যে পরিমাণ প্রশ্ন আসে সেগুলোর উত্তর দিতেই আমাদের সময় সঙ্কট দেখা দেয়। তারপরও ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন। তবে সবচে ভালো হবে আপনি যদি আপনার পরিচিত কোনো আলেমের কাছ থেকে দুয়াগুলো লিখিয়ে তার শুদ্ধ উচ্চারণ জেনে নিতে পারেন। জাজাকুমুল্লাহ খাইরান।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন