ইসলাহী স্বপ্ন
প্রশ্নঃ ৯৬৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ছোটবেলায় সব সময় ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম।আল্লাহর প্রতি আস্থা,বিশ্বাস ও খুব বেশি ছিল। পরবর্তীতে বিভিন্ন কারনে, আল্লাহর প্রতি এক ধরনের অভিমান, চাওয়ার পর ও না পাওয়া আরও অনেক কারনে ধর্মের প্রতি শিথিলতা চলে আসে। নামাজ শুক্রবার ছাড়া পড়াই হয় না বলতে গেলে, আগে ইচ্ছা করে বাদ দেওয়ার কারনে খারাপ লাগত পরে খারাপ লাগার ব্যাপার টাও চলে গেছে। তবে অদ্ভুত ব্যপার হচ্ছে আমি ঘুমে খারাপ স্বপ্নের মধ্যেই আয়াতুল কুরসি, নাস, ফালাক, আস্তাগফিরুল্লাহ বার বার পাঠ করতে থাকি। এইরকম ব্যাপার একবার না যতবারই খারাপ স্বপ্ন দেখি তখনি এমন হয়। স্বপ্নের মধ্যেই এগুলো পরতে থাকি। অথচ শেষ কবে এগুলো সূরা নরমালি পড়ছিলাম এইটাই মনে করতে পারি না। কিন্তু স্বপ্নের মধ্যে আমি পড়ি কেন? আয়াতুল কুরসি প্রায় ভুলেই গেসিলাম মনে হইত। কিন্তু প্রতেয়কবার এ খারাপ স্বপ্ন গুলাতে আয়াতুল কুরসি পড়ার পর সকালে মনে করে দেখি প্রত্যেক্টা আয়াত ই মনে আছে।এমনটা হওয়ার কারন কি আর এগুলো সুরাই আমি খারাপ স্বপ্নের মধ্যে সব সময় পড়ি কেন? যেখানে আমার নামাজ ও এখন পড়া হয় না।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয়বন্ধু!
আল্লাহ তায়ালা আপনাকে রহম করুন। আপনি যা বর্ণনা করলেন তাতে আল্লাহ তায়ালা যেন আপনাকে সংশোধনের জন্য ডাকছেন। নিশ্চয়ই আল্লাহ তায়ালা আপনাকে ভালোবাসেন। এবারও যদি আল্লাহ তায়ালার ডাকে সাড়া না দেন হতে পারে জীবনে কোনো ভয়াবহ মুসিবত নেমে অসতে পারে। আপনি আজ থেকেই আল্লাহ তায়ালার ইবাদতে মনোযোগী হোন। পাঁচ ওয়াক্ত নামাজ, যিকির, তেলাওয়াত, হালাম-হারাম, পর্দা-পুশিদা ইত্যাদী ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করুন। আর মান-অভিমান তার জন্যই সাজে যে যাকে মুহাব্বাত করে। আল্লাহ তায়ালার সাথে আপনার প্রকৃত মুহাব্বাত তখনই হবে যখন আপনি আল্লাহ তায়ালার হুকুমগুলো পলন করবেন এবং তার নিষেধগুরো বর্জন করবেন। এবার দুয়া করে দেখুন। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনার দোয়া কবুল করবেন।
হাদিসশরিফে আছে আল্লাহ তায়ালা বান্দর কোনো দোয়া ফিরিয়ে ;দেন না। বরং উপযুক্ত সময়েই তা কবুল করেন। আমার আপনার কাছে কোনো সময়ম উপযুক্ত হলেও হয়তো তা আল্লাহ তায়ালার কাছে উপযুক্ত নয়। কাজেই আল্লাহ তায়ালার হুকুমা মানার সাথে সাথে দোয়া এবং চেষ্টাও অব্যহ ত রাখুন। আল্লাহ তায়ালা সহজ করুন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন