প্রশ্নঃ ৯৩৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মানুষের রিজিক কি পরিবর্তনশীল?
মনে করেন দুই বন্ধু মিলে কিছু খাচ্ছি।এমতাবস্থায় আমার বন্ধু আমার প্লেট থেকে দুষ্টুমি করে কিছু তুলে নিয়ে খেল।এখন প্রশ্ন হলো,এই খানাটা আমার রিজিকে ছিল নাকি ওর রিজিকে ছিল?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিভিন্ন নেক আমলের কারণে রিজিকে বারাকাহ হয়।
13811 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْحَرَّانِيُّ ، حَدَّثَنَا حَزْمُ بْنُ أَبِي حَزْمٍ الْقُطَعِيُّ ، حَدَّثَنَا مَيْمُونُ بْنُ سِيَاهٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ سَرَّهُ أَنْ يُمَدَّ لَهُ فِي عُمْرِهِ، وَيُزَادَ فِي رِزْقِهِ، فَلْيَبَرَّ وَالِدَيْهِ، وَلْيَصِلْ رَحِمَهُ ". قَالَ : وَقَالَ السَّالَحِينِيُّ : " يُبَارَكَ لَهُ فِي رِزْقِهِ ". وَقَالَ : " وَالِدَيْهِ " أَيْضًا. وَقَالَ يُونُسُ : " وَالِدَيْهِ "، وَقَالَ : " يُزَادَ لَهُ فِي رِزْقِهِ ".
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের দীর্ঘায়ু কামনা করে এবং রিজিকে বারাকাহ আকাঙ্ক্ষা করে, সে যেন তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করে এবং আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে।
—মুসনাদ আহমাদ ১৩৮১১
আপনি প্রশ্নে যেই উদাহরণ টেনেছেন, এর দ্বারা রিজিক বৃদ্ধি বা কমতি ইঙ্গিত করে না। বরং ঐ খাবারটুকু আপনার বন্ধুর ভাগ্যে ছিল। যার ফলে তিনি আপনার প্লেট থেকে তা উঠিয়ে খেয়েছেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন