আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৩১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,দোকানে অনেক পণ্যের মধ্যে ছবি থাকে, তাহলে কি দোকানে ফেরেশতা আসবে না?

১০ অক্টোবর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعليكم السلام و رحمة الله ،
হযরত আবু ত্বালহা (রাঃ) থেকে বর্ণিত:
قَالَ النَّبِيُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيْهِ كَلْبٌ وَلاَ تَصَاوِيْرُ-
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যে ঘরে কুকুর ও (জীবজন্তুর) ছবি থাকে সে ঘরে (রহমত ও বরকতের) ফেরেশতা প্রবেশ করে না। (বুখারী ২/৮৮০ পৃঃ; মিশকাত হা/৪৪৮৯)।
এমনিভাবে আরো অনেক হাদিস রয়েছে যেগুলোতে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে, যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আর দোকানও ঘরের একটি প্রকার, সুতরাং দোকানও এই হুকুমের অন্তর্ভুক্ত হবে। আর এখানে ফেরেশতা বলে রহমতের ফেরেশতা উদ্দেশ্য! যে সমস্ত ফেরেশতারা মানুষের আমল লিপিবদ্ধ করে, মানুষের হেফাজতে নিয়োজিত অথবা মানুষের রুহ কবজ করে তারা এই হাদীসের অন্তর্ভূক্ত নয়!
তাই করনীয় হল- যেসব পণ্যের গায়ে জীবজন্তুর ছবি থাকে সেগুলোকে এমনভাবে রাখা যে সেগুলোর ছবি নিচে চাপা পড়ে দেখা যাবে না অথবা ছবি ছাড়া পণ্যগুলো দিয়ে ছবিযুক্ত পণ্যগুলোর ছবি ঢেকে রাখা।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন