হযরত আম্মার ইবনে ইয়াসির রা. এর শাহাদাত
প্রশ্নঃ ৯১৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাই আম্মার ইবনে ইয়াসিরকে কারা হত্যা করেছিল এবং কেন হত্যা করেছিল,কয়েকদিন ধরে তার আলোচনা দেখছি,সঠিক ইতিহাস জানতে চাই।
এখানে কাদের কথা বলা হয়েছেঃআম্মারের জন্য বড় দুঃখ হয়, বিদ্রোহী দল তাকে হত্যা করবে। সে (আম্মার) (রাঃ) তাদেরকে আল্লাহর দিকে আহবান করবে এবং তারা আম্মারকে জাহান্নামের পথে ডাকবে।সহীহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ২৬১৭
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আম্মারকে রাষ্ট্রদ্রোহী লোকেরা হত্যা করবে।সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন) | অধ্যায়ঃ ৫৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু-কে কতল করেছিল "আবুল গাদিয়া আল জুহানী"। এই লোকটি সিফফিনের যুদ্ধের হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলভুক্ত ছিল। যা সংঘটিত হয়েছিল ৩৭ হিজরীতে।
অবশ্য আম্মার ইবন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর হত্যার বিষয়ে আবুল গাদিয়া আল জুহানী এর প্রতি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কখনো সন্তুষ্ট ছিলেন না।
من هو قاتل عمار بن ياسر رضي الله عنه
قُتِل الصحابيُّ الجليلُ عمارُ بن ياسرْ على يدِّ أبو الغادية الجهنيّْ، وكان ذلك في واقعة صفين في العام السابع والثلاثين للهجرة، وقد بلغ عمره آنذاك الثالثة والتسعون، ومن المعلوم أنَّ واقعة صفين حدثت بين جيش علي بن أبي طالب -رضي الله عنه- وجيش معاوية بن أبي سفيان، ويرجع سبب هذه المعركة إلى عدم قصاص علي بن أبي طالب من قتلة عثمان بن عفان.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন