প্রশ্নঃ ৯১২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
কুরআন-হাদিসে রয়েছে এমন দোয়া যদি আমি ফরজ নামাজের পর আমল করি, বিশেষ করে আমি ফজরের ও মাগরিবের নামাজ এর পর কিছু দোয়া পাঠ করি। এখন এই দোয়াগুলো হাদিসসম্মত ঠিকই কিন্তু এই নামাজের পর যে পড়তে হবে এমন কোনো হাদিস আমার জানা নেই। আমি আমার ব্যক্তিগত ভাবে আমল করি সাধারণত। এখন আমার প্রশ্ন হল যে,
প্রশ্নঃ এই আমল কোনোভাবে বেদাত হবে কিনা?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফরজ নামাজের পরে এবং শেষ রাত্রিতে দোয়া কবুলের মোক্ষম সময়। এই কথাটি হাদীস শরীফে বিবৃত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সময়ে দোয়া করার জন্য উৎসাহ দিয়েছেন। তাহলে আপনি এই সময়ে দোয়া করলে কেন বিদআ'ত হবে?
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الثَّقَفِيُّ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَسْمَعُ قَالَ " جَوْفُ اللَّيْلِ الآخِرُ وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي ذَرٍّ وَابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " جَوْفُ اللَّيْلِ الآخِرُ الدُّعَاءُ فِيهِ أَفْضَلُ أَوْ أَرْجَى " . أَوْ نَحْوَ هَذَا .
আবূ উমামাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, বলা হল, হে আল্লাহ্র রাসূল! কোন সময়ের দু’আ বেশী (শোনা) গ্রহণযোগ্য হয়? তিনি বললেন, শেষ রাতের মাঝ ভাগের এবং ফরয নামাযগুলোর পরবর্তী দু’আ।
—জামে' আত-তিরমিজী, হাদীস নং ৩৪৯৯
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন