আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্ত্রী চাকরি করলে কি স্বামী দাইউস হবে?

প্রশ্নঃ ৯০৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্নটি হচ্ছে যদি কোনো পুরুষ এর স্ত্রী বাহিরে গিয়ে সরকারি/বেসরকারি চাকরি করে তখন কি ঐ পুরুষ টি দাইউস এর অন্তর্ভুক্ত হয়ে যাবে বা চাকরিজীবি নারীকে জেনে শুনে বিয়ে করলেও দাইউস এর অন্তর্ভুক্ত হবে কিনা? দয়া করে উত্তর টি জানানোর অনুরোধ রইলো।

১৯ আগস্ট, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, স্বামীর দাইউস হওয়ার বিষয়টি: স্ত্রী বাহিরে গিয়ে চাকরি করা বা না করার সাথে সম্পৃক্ত নয়, বরং এটি স্ত্রীর শরযী কোন বিধান লংঘন করার সাথে সম্পৃক্ত ! সুতরাং স্ত্রী যদি বাহিরে গিয়ে চাকরি করার ক্ষেত্রে বেপর্দার সম্মুখীন হয়, পর পুরুষের সাথে কথাবার্তা বলতে হয়, সে চাকরির মাধ্যমে তার দ্বারা শরীয়তের বিধান লঙ্ঘিত হয়, এবং স্বামী উক্ত স্ত্রীকে বাধা প্রদান না করে, তখন ওই স্বামী দাইউস হিসেবে গণ্য হবে!
তেমনিভাবে বিবাহ করার সময় দ্বীনদার পাত্রী নির্বাচন করা চাই, চাকরি করা, না করা বড় কোনো শর্ত নয়, কোন মহিলা চাকরি না করে যদি বেপর্দাভাবে চলা-ফেরা করে আর তার স্বামী যদি এক্ষেত্রে সন্তুষ্ট থাকে তাহলে ওই স্বামী দাইউস হিসেবে গণ্য হবে , অপরদিকে কোন মহিলা চাকরি করেও যদি শরীয়তের পুরোপুরি বিধান পালন করতে পারে, পূর্ণ পর্দা মোতাবেক চলতে পারে, তাহলে ওই মহিলার স্বামী দাইউস হিসেবে গণ্য হবে না! সুতরাং দাইউস হিসেবে গণ্য হওয়া স্ত্রী চাকরি করা না করার সাথে সম্পৃক্ত নয় বরং যাদের স্ত্রীরা বেপর্দাভাবে ঘুরবে এবং স্বামীরা তাদেরকে এভাবে বেপর্দাভাবে ছেড়ে দেবে প্রত্যেক ওই স্বামী হাশরের ময়দানে দাইউজ হিসাবে গণ্য হবে!

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন