সহবাসে স্ত্রীর অনাগ্রহ
প্রশ্নঃ ৮৪৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন সমস্যা ছাড়াই স্ত্রী যদি সহবাস করতে ইচ্ছা পোষণ না করে, সম্মতি না দেয় তাহলে জোরপূর্বক সহবাস করা যাবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরঈ কোন ওজর (যেমন হায়েজ-নেফাছ অথবা শারীরিক অসুস্থতা) ছাড়া স্ত্রী তার স্বামীর আহবানে অসম্মতি জ্ঞাপন করা জায়েয নয়।
সহবাসের জন্য স্বামীর আহবানে স্ত্রীর অযাচিত অসম্মতির ব্যাপারে হাদীসে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে।
দিন-রাত, সকাল-দুপুর যেকোনো সময় স্বামী তার স্ত্রীকে সহবাসের জন্য আহবান করতে পারে। এতে স্ত্রী আনন্দ চিত্তে সাড়া দেবে। এভাবে উভয়ে শরীয়ত মানলে জোরপূর্বক সহবাসের কোন প্রশ্নই থাকবে না।
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ، فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا الْمَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ ". تَابَعَهُ شُعْبَةُ وَأَبُو حَمْزَةَ وَابْنُ دَاوُدَ وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ.
আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে, আর সে অস্বীকার করে এবং সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতাগণ এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লা‘নত দিতে থাকে।
—সহীহ বুখারী, হাদীস নং ৩২৩৭
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মোহাম্মদপুর, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন