আকিদার কয়েকটি কিতাব
প্রশ্নঃ ৮২৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১) সহিহ আকিদার সবচেয়ে শ্রেষ্ঠ কয়েকটি বই এর নাম জানাবেন ইন শা আল্লাহ? ২) রাসূল (সাঃ) এর শ্রেষ্ঠ সীরাত কি "আর রাহিকুল মাখতুম"?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১- সহিহ আকিদা জানার জন্য সহায়ক কিছু কিতাবঃ
১- আক্বীদাতুত ত্বহাবী
লেখক : ইমাম আবূ জাফর আত্বহাবী রহ.
২- ড. মুস্তফা সাঈদ আলখন্ন-এর ‘আলআকীদাতুল ইসলামিয়া।
৩- মাওলানা ইদরীস কান্ধলভী রাহ.-এর ‘আকাইদুল ইসলাম’
৪- শাহ ইসমাঈল শহীদ রাহ.-এর তাকবিয়াতুল ঈমান
৫- ইমাম যাহেদ কাউসারীর আল আকীদা ওয়া ইলমুল কালাম।
৬- ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ
লেখক : মাওলানা হেমায়েত উদ্দিন
৭- শায়েখ আবূ বকর জাবির আলজাযায়িরীর ‘আকীদাতুল মুমিন’
৯-আবদুল হক হক্কানী রাহ.-এর ‘আকায়েদে ইসলাম’
২- "আর রাহিকুল মাখতুম " সীরাতের ঘটনাবলীর উল্লেখ ও বিন্যস্তের দিক থেকে অন্যতম সেরা কিতাব বলা যেতে পারে, তবে কিছুতেই একমাত্র শ্রেষ্ঠ কিতাব বলা সঠিক হবে না।
আর তথ্য উপাত্তের হিসেবে "আর রাহিকুল মাখতুম " থেকে আরো অনেক শ্রেষ্ঠ সীরাত গ্রন্থ রয়ে গেছে।
তন্মধ্যেঃ
১- যাদুল মাআদ- ইমাম ইবনুল কায়্যিম রহঃ
২- সীরাতুন নবী- আল্লামা শিবলী নুমানী রহঃ
৩- সীরাতে মুস্তফা সাঃ - আল্লামা ইদরীস কান্ধলভী রহঃ একিতাবত্রয় অন্যতম।
অতএব, "আর রাহিকুল মাখতুম "কে এককভাবে কিছুতেই সীরাতের শ্রেষ্ঠ কিতাব বলা সঠিক হবে না। এ কিতাব সীরাতের ঘটনাবলীর উল্লেখ, বিন্যস্ত ও ভাষা সাহিত্যের দরুন আরবের সীরাত প্রতিযোগীতায় শীর্ষে এসেছিলো।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন