প্রশ্নঃ ৮২৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
যখন আমি স্কুলে পরতাম,তখন আমার এক সহপাঠীর থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম কিন্তু কোন কারনে তা দেওয়া হয় নি। কিছুদিন আগে আমি ঋণ সম্পর্কিত হাদীস জানতে পারলাম।এখন আমি আমার ঋণ পরিশোধ করতে চাই কিন্তু আমি যার থেকে ঋণ নিয়েছিলাম,এখন তার সাথে যোগাযোগ করার কোন ব্যবস্থাই নেই,আর আমি তার বাড়িও চিনি না। এক্ষেত্রে আমার করনীয় কি?২.যদি কোন অবিবাহিত মেয়ের হায়েয নিয়মিত না হয় তাহলে,এক্ষেত্রে কি কোন কোরআনি আমল আছে,যদি থাকে তাহলে বলবেন প্লিজ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. যথাসাধ্য চেষ্টা করে ঋণদাতার সন্ধান না পেলে ঐ লোকটির সওয়াবের নিয়ত করে তার পক্ষ থেকে সমপরিমাণ টাকা সদাকা করে দিন।
এরপর কোনদিন লোকটির সন্ধান পেলে তার পক্ষ থেকে সদাকার বিষয়টি অবহিত করুন। লোকটি সন্তুষ্ট হলে আলহামদুলিল্লাহ।
আর যদি লোকটি তার পাওনা আপনার কাছে চেয়ে বসে, তবে তার পাওনা দিয়ে দিতে হবে। সে ক্ষেত্রে এই সদাকাহ আপনার নিজের পক্ষ থেকে হয়ে যাবে।
২. নিয়মিত হায়েজ হওয়ার জন্য কোন আল্লাহওয়ালা আলিমের কাছ থেকে এই আয়াতের পানিপড়া গ্রহণ করুন।
وَّفَجَّرۡنَا الۡاَرۡضَ عُیُوۡنًا فَالۡتَقَی الۡمَآءُ عَلٰۤی اَمۡرٍ قَدۡ قُدِرَ ۚ
এবং ভূমিকে ফাটিয়ে প্রস্রবণে পরিণত করলাম আর এভাবে (উভয় প্রকারের) সমুদয় পানি মিলে গেল এক স্থিরীকৃত কাজের জন্য।
—আল ক্বামার - ১২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন