প্রশ্নঃ ৮২০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ১.যদি ফরয নামাযে সিজদা এ বা অন্য কন সময় যেমন দারানো অবস্থা এ অন্য কোন চিন্তা মনে আসে তাহলে কি করব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাযে অনিচ্ছাকৃত অন্য দিকে মন চলে যাওয়ার দরুন নামায নষ্ট হবে না। তবে এমন বেখেয়ালি ও ওয়াসওয়াসা নিয়ন্ত্রণে কয়েকটি করণীয় আছে—
নামাযে মনোযোগী হওয়ার উপায়:
১. ভালোভাবে পবিত্রতা অর্জন করা। (টয়লেটে)
২. যত্নসহকারে অজু করা।
৩. (মাকরুহ ওয়াক্ত না হলে) ফরয নামাযের পূর্বে দুই রাকাআত তাহিয়্যাতুল অযু অথবা তাহিয়্যাতুল মসজিদ পড়া।
৪. নামাযের পূর্বে এই দোয়া পড়া -
أعوذ بالله العظيم و بوجهه الكريم و سلطانه القديم من الشيطان الرجيم
আউযুবিল্লাহিল আযীম, ওয়া বিওয়াজহিহিল কারীম, ওয়া সুলত্বনিহিল ক্বদীম, মিনাশ শাইত্বনির রজীম।
৫. নামাযের ভিতরে তাকবীরে তাহরীমা থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রতিটি যিকির তথা তাকবীর, তাসবীহ, কিরাত মনোযোগ সহকারে নিজের কানে শুনিয়ে পড়া।
সম্ভব হলে অর্থের দিকে খেয়াল করে পড়া।
৬. এরপরেও নামাযের ভিতরে অন্যমনস্ক হয়ে গেলে, শয়তানের ওয়াসওয়াসা এসে গেলে
أعوذ بالله من الشيطان الرجيم
আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম পড়া।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন