আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জিন বশ করা!!

প্রশ্নঃ ৮০৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জীন আনতে চাই জীন আনার কি কোনো সহজ তদবীর / উপায় আছে..যেটা করলে সাথে সাথেই জীন এসে পড়বে এবং আমি যা করতে বলবো তা করবে? আমার উত্তরটা তাড়াতাড়ি জানিয়ে দিবেন।

৩০ জুন, ২০২৫
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কুরআনের কিছু আয়াত ও শব্দ ব্যবহার করে জিন বশ করা যায়। তবে অধিকাংশ ক্ষেত্রে যারা এইসব মাধ্যমগুলো গ্রহণ করে জিন বশ করে তারা শরিয়তে নিষিদ্ধ পন্থায় ও অশুভ উদ্দেশ্যে এসব করে ।
জিনকে ব্যবহার করা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর বৈশিষ্ট। এ কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামাযের মধ্যে যে জিন প্রভাবিত করতে চাইছিল এবং তিনি তাকে বন্দি করার মনস্থ করছিলেন তখন তিনি সুলাইমান আলাইহিস সালাম এর দুআর কথা স্মরণ করলেন এবং তাকে ছেড়ে দিলেন।

সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এই বলে:
قَالَ رَبِّ اغۡفِرۡ لِیۡ وَہَبۡ لِیۡ مُلۡکًا لَّا یَنۡۢبَغِیۡ لِاَحَدٍ مِّنۡۢ بَعۡدِیۡ ۚ اِنَّکَ اَنۡتَ الۡوَہَّابُ

সে বলল, ‘হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর এবং আমাকে দান কর এমন এক রাজ্য যার অধিকারী আমি ছাড়া কেউ না হয়। তুমি তো পরম দাতা।’
—ছোয়াদ - ৩৫

অতএব জিন বশ করার এই মানসিকতা ও চিন্তা থেকে সরে আসুন।
আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে এমন এক রাজত্ব দান করবেন, সেখানে আল্লাহর কাছে যা চাইবেন সব অটোমেটিক হতে থাকবে। দুনিয়াতে আল্লাহর বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে যেতে পারাই সফলতা। জীন বশ করা আমাদের জন্য কোন সফলতা নয়।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর