প্রশ্নঃ ৩৯৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1-জীন জাতির আদিপিতা কে ?
2-জীনেরা কী ফেরেস্থাদের দেখতে পায়?
3-আইনপেশা ,এডভোকেট বা উকালতি কী জায়েজ?
4-আওয়াবীনের নামাজের সময় কতক্ষণ থাকে?
5-ঈসা নবীর কবর রওজা শরীফে হবে এটাকী সত্যি?
6-আরশ এবং কুরসী কী আলাদা কুরসী কী আরশের উপরে নাকী ভিতরে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. জিন জাতির আদি পিতা "জা-ন্ন"। جانّ
২. না। জিনেরা ফেরেশতাদেরকে দেখতে পায়না বরং ফেরেশতারা জিনদেরকে দেখতে পায়।
৩. জায়েয আছে। তবে অন্যায় ব্যবহার জায়েজ নেই।
৪. হাদীস শরীফের ভাষায় আওয়াবীনের নামাজ হলো ইশরাকের নামাজ। অথবা সলাতুদ্দোহা অর্থাৎ চাশতের নামাজ। আর এটার ওয়াক্ত থাকে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত।
আমাদের সমাজে মাগরিবের পর নফল নামাজকে আওয়াবীনের নামাজ বলে। এই অর্থে আপনার জিজ্ঞাসা হয়ে থাকলে, তার সময় থাকে ইশার ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত।
৫. সত্যি।
৬. আরশ হলো সিংহাসন। যার আশপাশে আরো অনেক কিছু থাকে। কুরসি হলো সেই সিংহাসনের প্রধানতম আসনটি।
আল্লাহ সুবহানু ওয়া তাআলার আরশ এবং কুরসি কেমন? তা তিনি ভালো জানেন। নাম শুনলেই যদিও কাল্পনিক চিত্র আমাদের সামনে আসে বাস্তবতা আমাদের উপলব্ধির অনেক বাইরে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন