প্রশ্নঃ ৭৬৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ।
আমরা জানি,খাদ্য হিসেবে কিছু প্রাণী ও পানীয় হারাম।
আমার প্রশ্ন হলো,এইসব হারাম প্রাণী অথবা পানীয়ের উপাদান যদি শ্যাম্পু,লোশন,ডিওড্রেন্ট,স্কিন কেয়ার প্রোডাক্টে মিশানো থাকে, সেসব পণ্যও কি হারাম?
যেমন,alcohol পারফিউমে enhancer হিসেবে ব্যবহার করা হয়।
**(যদি পণ্যগুলো হারাম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো কারন অনেক পণ্যেই সকল ingredients উল্লেখ করা থাকেনা,আর থাকলেও নাম্বার কোড যেগুলো দেওয়া থাকে যেমন: [E1234] সবগুলো চেক করে করে কিনাটা কষ্টসাধ্য)
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বর্তমানে শ্যাম্পু, লোশন, সেন্ট, বডি স্প্রে, পারফিউম ও বিভিন্ন প্রকারের প্রসাধনী সামগ্রী অ্যালকোহল ছাড়া প্রস্তুত করা দুষ্কর। আর এ বিষয়ে ইসলামের বিধান হলো, যেসব অ্যালকোহল আঙুর, খেজুর অথবা কিশমিশ থেকে তৈরি, সেসব অ্যালকোহল সম্পূর্ণ হারাম। এ ধরনের অ্যালকোহল মেশানো সুগন্ধি ব্যবহার করা যাবে না। কেননা, রাসূল ﷺ বলেছেন,
كُلُّ مُسْكِرٍ حَرَامٌ
নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম। (বুখারী ৪৩৪৩)
এই তিন বস্তু ছাড়া অন্য উপাদান থেকে যেসব অ্যালকোহল তৈরি করা হয়, যেমন—এখনকার সেন্ট বা বডি স্প্রেগুলোতে সাধারণত আঙুর, খেজুর বা কিশমিশ থেকে প্রস্তুতকৃত অ্যালকোহল থাকে না; বরং বিভিন্ন শস্যদানা, গাছপালার ছাল, মধু, শস্য, যব, আনারসের রস, গন্ধক ও সালফেট, অন্যান্য রাসায়নিক উপাদান ইত্যাদি থেকে প্রস্তুতকৃত অ্যালকোহল মেশানো হয়। (এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা খণ্ড ১, পৃষ্ঠা ৫৪৪, প্রকাশকাল ১৯৫০ খ্রি.) তাই এগুলো নাপাক নয় বিধায় নামাজ আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। আর এগুলো নেশার উদ্রেক না হওয়া পরিমাণ ব্যবহার করা যায়। (তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৩৪৮, ৩/৩৩৭; ফিকহুল বুয়ু ১/২৯৮)
সুতরাং যেহেতু সেন্ট বা বডি স্প্রেগুলোতে সামান্য পরিমাণ পরিশোধিত অ্যালকোহল ব্যবহার করা হয় এবং তা শরীরের অভ্যন্তরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না, তাই এগুলো ব্যবহারে আপত্তি নেই। তবে এরূপ সেন্ট পরিত্যাগ করে আতর ব্যবহার করাই উত্তম। (জাদিদ ফিকহি মাসাইল ১/৩৮)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন