প্রশ্নঃ ৭৫৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম! বাংলাদেশের বর্তমান অবস্থা অনেক খারাপ।স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ। আমরা যারা সাধারন প্র্যাকটিসিং মুসলিম তাদের কি কি করণীয়???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের যিন্দেগীতে কোন কিছুই হারানোর নেই। সবকিছুতেই তার রয়েছে প্রাপ্তি।
পবিত্র কুর'আনুল কারীমে ইরশাদ হয়েছে :
وَلَا تَہِنُوۡا وَلَا تَحۡزَنُوۡا وَاَنۡتُمُ الۡاَعۡلَوۡنَ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ
(হে মুসলিমগণ! ) তোমরা হীনবল হয়ো না এবং চিন্তিত হয়ো না। তোমরা প্রকৃত মুমিন হলে তোমরাই বিজয়ী হবে।
—আল ইমরান - ১৩৯
সাধ্য সামর্থ্য থাকলে হিকমার সাথে অন্যায়ের প্রতিবাদ করা ফরয।
ফিতনার সময় সাময়িক নীরবতা পালন করে ইনফিরাদী আমলে নিয়োজিত থাকা আল্লাহ তাআলার কাছে পরিস্থিতি পরিবেশ অনুকূলের জন্য দোয়া করতে থাকা, আর অতীতের ক্রিয়া-কলাপের জন্য ইস্তিগফার করতে থাকা উচিত।
রাতের অন্ধকারের পর প্রভাতের সূর্য উঠবেই ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মোহাম্মদপুর, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন