মান্নত পূর্ণ করতে না পারলে করনীয় কি?
প্রশ্নঃ ৭৩৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একবার একটি মান্নত করেছিলাম কিন্তু এখন তা পূরণ করা আমার জন্য কষ্ট সাধ্য। আমি জানতে চাই আমার এই মান্নত পূরণের ক্ষেত্রে কোন বিকল্প বা ক্ষতিপূরণ আছে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মান্নত পুরা করা ওয়াজিব। সাধ্য থাকলে অবশ্যই মান্নত পুরো করতে হবে। আর যদি মান্নতের বিষয়টি অসাধ্য হয়ে যায় অথবা পাপের অন্তর্ভুক্ত হয়, সেক্ষেত্রে এর কাফফারাহ দিতে হবে। কাফফারাহ হল-
দশ জন মিসকিনকে দু'বেলা পেট ভরে খাইয়ে দেয়া। অথবা দশ জন মিসকীনকে একজোড়া করে কাপড় প্রদান করা। অথবা গোলাম আজাদ করা। অথবা উপরোক্ত কোনোটিরিই সাধ্য না থাকলে তিনদিন রোযা রাখা।
لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَلٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ ۚ فَکَفَّارَتُہٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَہۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُہُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ ؕ ذٰلِکَ کَفَّارَۃُ اَیۡمَانِکُمۡ اِذَا حَلَفۡتُمۡ ؕ وَاحۡفَظُوۡۤا اَیۡمَانَکُمۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ
তোমাদের বৃথা শপথের জন্যে আল্লাহ্ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে কর সেই সকলের জন্যে তিনি তোমাদেরকে দায়ী করবেন। এরপর এর কাফ্ফারা দশজন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান, যা তোমরা তোমাদের পরিজনদের খেতে দাও, বা তাদেরকে বস্ত্রদান, কিংবা একজন দাস মুক্তি এবং যার সামর্থ্য নেই তার জন্যে তিনদিন সিয়াম পালন। তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের কাফ্ফারা, তোমরা তোমাদের শপথ রক্ষা কর। এইভাবে আল্লাহ্ তোমাদের জন্যে তাঁর বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর।
—আল মায়িদাহ - ৮৯
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন