প্রশ্নঃ ৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,  আমার উপর প্রতিবছর যে পরিমাণ যাকাত আসে তার অর্ধেক আমি ঢাকায় নিজ এলাকায় বিতরণ করি। আর বাকি অর্ধেক আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেই। বাড়ির মসজিদের ইমাম সাহেব তা গ্রামে যাকাতের উপযুক্ত ব্যক্তিদের মধ্যে বণ্টন করে দেন। গতবার যখন যাকাতের টাকা গ্রামে পাঠাই তখন এক ব্যক্তিকে (যিনি নিজ প্রয়োজনে সাহায্য চাওয়ার জন্য আমার কাছে ঢাকায় এসেছিলেন) ৭৫ হাজার টাকা দিতে বলি। এটা শুনে ইমাম সাহেব বলেন, একজনকে ৪০ হাজার টাকার বেশি যাকাত দেয়া জায়েয নেই। তৎক্ষণাৎ বিষয়টি আমার না বুঝে আসায় আমি তাকীদ করলে তিনি সেই ব্যক্তিকে ৭৫ হাজার টাকা দিয়ে দেন।  হযরতের কাছে আমি এটার সঠিক সমাধান জানতে চাচ্ছি। কোনো ব্যক্তিকে (যদিও সে যাকাতের উপযুক্ত হয়) ৪০ হাজার টাকার বেশি যাকাত দেওয়া কি আদৌ জায়েয নেই? আমার উপরোক্ত ৭৫ হাজার টাকার যাকাত কি আদায় হয়েছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকাত প্রদানের ক্ষেত্রে নিয়ম হল, একজনকে এত বেশি পরিমাণ না দেওয়া যে, তার বর্তমান প্রয়োজনে খরচ করার পরও তার কাছে নেসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থেকে যায়। প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেব হয়ত সে কথাই আপনাকে বলেছেন। তবে একেবারে জায়েয নেই একথা ঠিক নয়। বরং এত বেশি দেওয়া মাকরূহ। ভবিষ্যতে বিষয়টি খেয়াল রাখবেন। তবে আপনার যাকাত আদায় হয়ে গেছে।
উল্লেখ্য যে, কোনো ব্যক্তি যদি ঋণী হয় তবে সেক্ষেত্রে ঋণ আদায়ের জন্য তাকে নেসাবের বেশি টাকা দিতেও সমস্যা নেই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
