বার চাঁন্দের আমল
প্রশ্নঃ ৭১৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বার চাদের আমল নামে যে বই আছে এই আমল গুলোর কি কোন শরীয়ত সম্মত কোন আমল? ইহা দেখে কি আমল করা যাবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
"বার চাদের আমল" নামক বইয়ে পাওয়া কোন আমলই মুহাক্কীক আলেমে দ্বীনকে জিজ্ঞাসা না করে করা যাবে না।
কিছু বিষয় এতে সঠিক থাকলেও এতে এমন বহু আমল ও ফযীলতের অবতারণা করা হয়েছে যা কুরআনে হাদীসে পাওয়া যায় না। এবং প্রখ্যাত হাদীসবেত্তাগন যেসবের জাল হবার কথা বলে উম্মতকে সতর্ক করেছেন।
হযরত আব্দুল মালেক সাহেব এ জাতীয় কিতাব সম্পর্কে বলেছেনঃ
"আর আমাদের আলোচ্য বর্ণনাগুলো এমন ধরনের বানোয়াট কথা যে, জাল বর্ণনা বিষয়ক কিতাবাদিতেও তা পাওয়া যায় না। জাল বর্ণনা বিষয়ক বেশ কিছু কিতাব ঘেঁটেও রবিউল আউয়াল মাস কেন্দ্রিক বিশেষ কোনো নামাযের জাল বর্ণনাও পাওয়া যায়নি। পূর্ববর্তী হাদীস জালকারীরা বছরের অন্যান্য মাস বা দিনের আমল সম্পর্কে হাদীস জাল করেছে, কিন্তু রবিউল আউয়াল মাস বিষয়ে কোনো জাল বর্ণনা পাওয়া যায়নি। কারণ, রবিউল আউয়াল মাস-মুহাররম, রমযান, যিলহজ্ব ইত্যাদি মাসের মত বিশেষ আমলের মাস নয়। আল্লাহই ভালো জানেন, বার চান্দের আমল শিরোনামের পুস্তিকাওয়ালারা এসকল কথা কোথা থেকে পেল; যা তারা ‘কিতাবে উল্লেখ আছে’ বা ‘কিতাবে বর্ণিত আছে’ ইত্যাদি বলে পেশ করেছে।"
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন