Ring আইডি থেকে টাকা কামানো কি হারাম?
প্রশ্নঃ ৭১৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি Ring I'd আইডি থেকে টাকা কামাই,, ১৮০০০ টাকা দিয়ে আইডি কিনেছি প্রতিদিন ৪৫০-৫০০ টাকা পাই এড দেখে, এখানে spc এর মতো 1star 2star 3star নেই।৫০০ টাকার বেশি কামানুর ও ব্যবস্থা নেই।প্রতি মাসে ১৫০০০ টাকা পাই এই টাকা দিয়ে কি কুরবানি দিতে পারব আমি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে. যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা আগে সার্চ অপশনে খুঁজে দেখুন। উত্তরটি নিচে সংযুক্ত করা হল।
কুরবানী দেওয়ার জন্য হালাল কামাই থেকে দেওয়া জরুরি।
এস পি সি ওয়ার্ল্ড, এটি মাল্টিলেভেল মার্কেটিং এর নতুন রুপায়ন। যার সম্পর্কে ওলামায়ে কেরাম বহু পূর্বেই হারাম হওয়ার ফতোয়া দিয়েছেন এবং হারাম হওয়ার কারণগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছেন।
এর প্রধানতম কারণ হলো এটি সম্পূর্ণ চটকদার ও চমৎকার জুয়াবাজি।
আল্লাহ তাআলা আমাদেরকে সকল হারাম ও প্রতারণা থেকে হেফাজত করুক। আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৩৪১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, spc অ্যাপস থেকে আয় করা টাকা কি হালাল?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাল্টিলেভেল মার্কেটিং সংক্ষেপে এম এল এম এর বিজনেস পলিসি সম্পুর্ণ জুয়াবাজি, ধোঁকাবাজি ও প্রতারণার উপর ভিত্তি করে চলছে। এছাড়া এখানে আছে সাধারণ মার্কেটিং সিস্টেম নষ্ট করার মত অনেক কিছু। বিধায় সকল সচেতন মুসলমান এর থেকে সাবধান থাকতে হবে। বেচে থাকতে হবে।
আপনি আপনার ইনভেস্ট করা টাকাগুলো উঠিয়ে সমস্ত অ্যাকাউন্ট নষ্ট করে দিন।
পবিত্র কুর'আনুল কারীমে আল্লাহ তাআলা কতই না সুন্দর কথা বলেছেন:
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَلَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا
হে মুমিনগণ! তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে পারস্পরিক সন্তুষ্টিক্রমে কোন ব্যবসায় করা হলে (তা জায়েয)। এবং তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না। ২৮ নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
—আন নিসা - ২৯
তাফসীরঃ
২৮. এর সহজ-সরল অর্থ এই যে, যেভাবে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা হারাম, নরহত্যা তদপেক্ষা কঠিন হারাম। অন্যকে হত্যা করাকে 'নিজেরা নিজেদেরকে হত্যা করা' শব্দে ব্যক্ত করা হয়েছে এবং এর দ্বারা ইশারা করা হয়েছে যে, অন্য কাউকে হত্যা করলে পরিশেষে তার দ্বারা নিজেকেই হত্যা করা হয়। কেননা তার বদলে হত্যাকারী নিজেই নিহত হতে পারে। যদি দুনিয়াতে তাকে হত্যা করা নাও হয়, তবে আখিরাতে তার জন্য যে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, তা মৃত্যু অপেক্ষাও কঠিনতর। এভাবে এর দ্বারা আত্মহত্যার নিষিদ্ধতাও স্পষ্ট হয়ে গেল। অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার সাথে এ বাক্যের উল্লেখ দ্বারা এ বিষয়ের প্রতি ইশারা হয়ে থাকবে যে, সমাজে অন্যায়ভাবে সম্পত্তি গ্রাস করার বিষয়টি যখন ব্যাপক আকার ধারণ করে, তখন তার পরিণাম দাঁড়ায় সামাজিক আত্মহত্যা।
টীকাঃ
[হত্যা করো না] টীকাঃ এটা পৃথক বাক্য হলে অর্থ দাঁড়াবে- তোমরা পরস্পরকে হত্যা করো না অথবা আত্নহত্যা করো না। আর যদি পেছনের আয়াতের অংশ হয়, তবে অর্থ হবে একজন আর একজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষন করা নিজেকে হত্যা করার পর্যায়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন