আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭০৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ১)ফরজ নামাজের সেজদায় গিয়ে আরবিতে দোয়া(যেমনঃআল্লাহুমা আন্তাসসালামু...) করা যাবে কীনা?২)শেষ বৈঠকে দুরুদ পড়ার পরে না দূয়া মাসুরার পরে দোয়া করতে হয়?৩) নামাজরত অবস্থায় যা পড়ছি তা অনুধাবন করে যদি কান্না আসে তবে নামাজের কী কোন অসুবিধা হবে? ৩)সেজদায় কোরানের আয়াত যেগুলো দূয়া হিসেবে পড়ি তা পড়া যেবে কিনা? ফরজ নামাজের সেজদায় কী তা করতে পারবো? জাজাকাল্লাহ খাইরান।

৮ জুলাই, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






১. ফরয নামাযের সাজদায় শুধুমাত্র তাসবীহ পড়ে সংক্ষেপ করবেন। এইসময় লম্বা দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত নয়।

২. দুরুদ শরীফ এর পরে ও দোয়া মাসুরার পরে একই কথা। কেননা দোয়া মাসুরাহ সেটিও একটি দোয়া।

৩. কোন অসুবিধা নেই। বরং এতে নামাযের মান আরো বাড়বে ইনশাআল্লাহ।

৪. দোয়া হিসেবে পড়তে বাধা নেই। তবে যেহেতু কুরআন কারীমের আয়াত সাজদাহ অবস্থায় পড়তে নিষেধ রয়েছে, তাই সর্তকতা অবলম্বন করা চাই।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন