আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জিপিএফ তহবিলে টাকা জমানো

প্রশ্নঃ ৬৭৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জিপিএফ একাউন্টটি ইতিপূর্বে সুদবিহীন অবস্থায় বেশী টাকা জমাতাম। এখন ৫% সুদসহ রাখা শুরু করতে চাই যা জায়েজ বলে জানতে পারি। আমার প্রশ্ন হলো এখন আমার ইতিপূর্বে জমাকৃত সুদবিহীন টাকা রাখা জায়েজ হবে কিনা বা আলাদা করতে হবে কিনা যেহেতু এটা অনেক জটিল প্রক্রিয়া।

১১ জুলাই, ২০২৫
ময়মনসিংহ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সরকারি জিপিএফ তহবিলে যত অংশ বাধ্যতামূলক ভাবে কেটে নেয়া হচ্ছে এবং এর উপর যে লভ্যাংশ দিয়ে থাকে, নামে তা সুদ হলেও এটি সুদ নয়। এটি হালাল।

আর আপনি সেচ্ছায় যে অংশ কর্তন করাচ্ছেন তার উপর প্রদত্ত লভ্যাংশ সুদ। এটি হালাল নয়।

উদাহরণস্বরূপ, সরকার বাধ্যতামূলকভাবে আপনার বেতন থেকে 5% কেটে রাখে। এর মোকাবেলায় আপনাকে যে লভ্যাংশ দিবে সেটি আপনার জন্য হালাল।

আপনি যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বেতনের 20% কর্তন করান। তবে 15% এর মোকাবেলায় প্রদত্ত লভ্যাংশ সুদ হিসেবে সাব্যস্ত হবে। এটি আপনার জন্য হালাল হবে না।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন