প্রশ্নঃ ৬৭১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গামছা গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে না?এতে কি নামাজের সতর ঢাকা ফরজ টি নষ্ট হয়ে যায়।।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে নামায পড়লে নামাযের ফরয আদায় হয়ে যাবে। অবশ্য ফরয নামায আদায়ের সময় সর্বোত্তম পোশাকগুলো পরিধান করা চাই। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন।
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّکُلُوۡا وَاشۡرَبُوۡا وَلَا تُسۡرِفُوۡا ۚ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ٪
হে আদমের সস্তান-সন্ততিগণ! যখনই তোমরা কোনও মসজিদে আসবে, তখন নিজেদের শোভার বস্তু (অর্থাৎ শরীরের পোশাক) নিয়ে আসবে এবং খাও ও পান কর, কিন্তু অপব্যয় করো না। আল্লাহ অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না।
—আল আরাফ - ৩১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন