জুমার নামাজে ওয়াজিব ছুটে গেলে করণীয়
প্রশ্নঃ ৬৬৫১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুমআর ফরয সালাত মাকরুহ তাহরিমী হলে করণীয় কি? অন্যান্য ফরয সালাতের ক্ষেত্রে তওবা করতে এবং ওয়াক্ত থাকলে পুনরায় আদায় করা ওয়াজিব বলা হয়।।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জুমার নামাযে যদি ভুল হয়ে যায়, তাহলে জুমার নামাযও পুণরায় পড়া যাবে, তবে যেহেতু জুমার দিনে বড় জামাত হয় এবং পুণরায় পড়তে অসুবিধা হয়; তাই ইমাম যদি ওয়াজিব ত্যাগ করে বা এমন কোনো কাজ করে যার ফলে নামাপ পুণরায় পড়ার মত অবস্থা হয় তাহলে সমস্যার কারণে তা পুনরায় আদায় করার হুকুম থাকবে না, যেমনটি ফকীহগণ বলেছেন জুমআর ও ঈদের নামাযে সিজদা সাহু ওয়াজিব না হওয়ার বিষয়ে।
এমতাবস্থায় মানুষকে ফিতনার কারণে সেজদা সুহু না করার নির্দেশ দেওয়া হয়েছে।
وفي جمعة حاشیة أبي السعود عن الغرمیة أنہ لیس المراد عدم جوازہ ؛ بل الأولی ترکہ لئلا یقع الناس في فتنةٍ․ (شامي: ۲/ ۵۶۰)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১৩০৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুমার নামাজে সাহু সাজদা আছে কি (কোন ভুল হলে)।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঈদের নামাযেও ভুলে কোন ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা করা জরুরি। ইমাম মুহাম্মাদ রাহ. বলেন,ঈদ, জুমা, ফরয ও নফল নামায সব ক্ষেত্রেই সাহুর একই হুকুম। (কিতাবুল আছল ১/৩২৪; আলমুহীতুল বুরহানী ২/৫০১)
মুতাকাদ্দিমীন ফকীগণের মতও এটিই। অবশ্য পরবর্তী কোনো কোনো ফকীহ বলেছেন, জুমা ও ঈদে যদি বেশি বড় জামাত হয় এবং ইমাম সিজদা সাহু করলে মুসল্লিদের ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে তবে তখন সাহু সিজদা না করার সুযোগ আছে। সুতরাং জুমা ও ঈদের নামাযেও সাহু সিজদা করলে যদি মুসল্লিদের মাঝে কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির আশঙ্কা না থাকে তবে সাহু সিজদা করাই নিয়ম। বিশেষ করে যদি প্রকাশ্য ভুল হয় তাহলে সাহু সিজদা না করলে বরং বিশৃঙ্খলার আশঙ্কা থাকে। তাই এমন ক্ষেত্রে সাহু সিজদা করাই জরুরি।
-আলবাহরুর রায়েক ২/১৫৪; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ২৫৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৮; রদ্দুল মুহতার ২/৯২
(সংগৃহীত)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন