আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জানাযায় তিন তাকবীর দিরে নামাজ হবে?

প্রশ্নঃ ৬৬৪৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি ভালো আছেন! মুহতারাম এর কাছে আমার একটা প্রশ্ন জানাজার নামাজে চার তাকবির দেওয়া ওয়াজিব যদি তিন তাকবির দেয় তাহলে তার হুকুম কি??? আশা করি সঠিক উত্তর পাবো ইনশাআল্লাহ

৪ জুলাই, ২০২৪
রামগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


জানাযার মাঝে চার তাকবীর বলা ফরজ। এই চার তাকবীর চার রাকাতের মতো। কারও যদি এক তাকবীর ছুটে যায় তাহলে নামায আদায় হবে না। পুনরায় জানাযা আদায় করতে হবে।

তবে যদি এমন হয় যে, তিন তাকবীর বলে সালাম ফিরিয়ে ফেলেছে, এরপর স্মরণ হয়েছে যে, এক তাকবীর ছুটে গেছে। তখন সাথে সাথে আরেক তাকবীর বলে সালাম ফেরালেও নামাজ আদায় হয়ে যাবে।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 209):

"(وركنها) شيئان (التكبيرات) الأربع، فالأولى ركن أيضاً لا شرط، فلذا لم يجز بناء أخرى عليها (والقيام) فلم تجز قاعدا بلا عذر".

فی الہندیة:
وصلاة الجنازة أربع تکبیرات، فإن ترک واحدة منها لم تجز صلاته ۔ (1/225، الجنائز، الفصل: 5، ط: زکریا)

والله اعلم بالصواب

মুফতি জাওয়াদ তাহের মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন