প্রশ্নঃ ৬৬৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। একজন মুসলিম গুনাহ করার পর আল্লাহ্ কাছে মাফ চাইলো এবং ওয়াদা করলো যে সে আর কোনো দিন মিথ্যা কথা বলবে না, কারো গীবত করবে না, নামাজ কাযা করবে না। একদিন সে কথার পেঁচে মিথ্যা কথা বলে ফেললো,যেমন আমরা প্রবাদ বাক্য গুলো বলি। বলার পরে তার খেয়াল হলো যে সে মিথ্যা কথা বললো। বলার আগে তার খেয়াল ছিল না যে সে কি বলছে। এরকম করতে তার বাকি ওয়াদা গুলোও ভেঙে গেল। এখন সে আল্লাহর কাছে কীভাবে তাওবা করবে? কীভাবে ওয়াদা করবে? আর মানুষ মাএই তো ভুল।। এখন করনীয় কী? যদি বিস্তারিত ভাবে বলতেন।।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মানুষের ভুল হয়ে যায়। সেই ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন।
প্রথমে যেভাবে তওবাহ করে ওয়াদাহ করেছিলো, একই নিয়মে পুনরায় তওবাহ করে ওয়াদাহ করে নেবে। আল্লাহ তাআলা অবশ্যই তাওবাহ কবুল করবেন ইনশাআল্লাহ।
وَالَّذِیۡنَ اِذَا فَعَلُوۡا فَاحِشَۃً اَوۡ ظَلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ ذَکَرُوا اللّٰہَ فَاسۡتَغۡفَرُوۡا لِذُنُوۡبِہِمۡ ۪ وَمَنۡ یَّغۡفِرُ الذُّنُوۡبَ اِلَّا اللّٰہُ ۪۟ وَلَمۡ یُصِرُّوۡا عَلٰی مَا فَعَلُوۡا وَہُمۡ یَعۡلَمُوۡنَ
এবং তারা সেই সকল লোক, যারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে বা (অন্য কোনওভাবে) নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে- আর আল্লাহ ছাড়া আর কেইবা আছে, যে গুনাহ ক্ষমা করতে পারে? আর তারা জেনেশুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না।
—আল ইমরান - ১৩৫
اُولٰٓئِکَ جَزَآؤُہُمۡ مَّغۡفِرَۃٌ مِّنۡ رَّبِّہِمۡ وَجَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَنِعۡمَ اَجۡرُ الۡعٰمِلِیۡنَ ؕ
এরাই সেই লোক, যাদের পুরস্কার হচ্ছে তাদের প্রতিপালকের পক্ষ হতে মাগফিরাত এবং সেই উদ্যানসমূহ, যার তলদেশে নহর প্রবাহিত, যাতে তারা স্থায়ী জীবন লাভ করবে। তা কতই না উৎকৃষ্ট প্রতিদান, যা কর্ম সম্পাদনকারীগণ লাভ করবে।
—আল ইমরান - ১৩৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন