আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জান্নাতে যাওয়ার জন্য কি মুরিদ হওয়া আবশ্যক?

প্রশ্নঃ ৬৫০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য কি কোন পীর এর মুরিদ হওয়া লাগবে, হাদিস এর রেফারেন্স যদি একটু দিতেন!

২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


জান্নাতে যাওয়ার জন্য ঈমান আর আমল আবশ্যক।
পীরের কাছে মুরিদ হওয়া একটি সন্ধি, একটি ওয়াদাহ, একটি অঙ্গীকার মাত্র। অথবা তাওবার নবায়ন মাত্র।
পীরের হাতে বায়াত হওয়া মুস্তাহাব। ফরয-ওয়াজিব-সুন্নত নয়।
হক্কানী পীরের হাতে বায়াত হয়ে নিজের অন্তরের পরিশুদ্ধিতা অর্জন করা সৌভাগ্যের বিষয়। অবশ্য অন্তরকে কুফর, শিরক ও বিদআত থেকে মুক্ত করা ফরয। আর এই ফরয অর্জনে হক্কানী পীররের ইসলাহী পদক্ষেপ অনেক সহায়ক। এজন্যই হক্কানী পীরের কাছে বায়াত হওয়া উচিত। অন্য কোনো উদ্দেশ্যে নয়। হক্কানী পীর সাহেবরা তাদের মুরিদদের জান্নাতে নিয়ে যাবে এমন গ্যারান্টি তারাও দেবেন না। এই সমস্ত গ্যারান্টিগুলো ভন্ড পীরেরা তাদের লোকদেরকে দিয়ে থাকে। (নাউযুবিল্লাহ)

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন