প্রশ্নঃ ৬৪৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর আমি একটা কথা জানতে চাই।
কথা হলো কেউ যদি এরকম কসম করে যে আমি ঐ কাজ করলে আমার ইমান ও আমল নষ্ট হয়ে জাবে।। কিন্তু সে যদি ঐ কাজ করে ফেলে তাহলে কি কোনো ব্যাবস্থা আছে তার ইমান ও আমল বাচানোর।। বিশেষ কথা হলো সে কসম করেছে ইমান ও আমল নষ্ট হওয়া নিয়ে।। তাহলে কি সে ঐ কসম ভাঙার সাথে সাথে কি তার ইমান ও আমল নষ্ট হয়ে যাবে।। আর কাফফারা দিলে কি ইমান ও আমল সঠিকভাবে থাকবে।। আর কাফফারা দিলে নিয়ম টা বলেন।। যে কসম করছে সে গরিব।।দয়া করে জানিয়ে বাধিত করবেন।।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
একজন মুমিন ব্যক্তি এ ধরনের শপথ করতে পারে না। এমন শপথের পর তার ঈমান নিরাপদ থাকতে পারে না।
এ ধরনের ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কঠোর হুঁশিয়ারি রয়েছে।
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَالَ: إِنِّي بَرِيءٌ مِنَ الْإِسْلَامِ، فَإِنْ كَانَ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ، وَإِنْ كَانَ صَادِقًا لَمْ يَعُدْ إِلَى الْإِسْلَامِ سَالِمًا "
আবদুল্লাহ্ ইব্ন বুরায়দা (রহঃ) থেকে বর্ণিত:
তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বললোঃ "ইসলামের সাথে আমার কোন সম্পর্ক নেই।" সে যদি মিথ্যাবাদী হয়, তবে সে যেমন বলেছে- তেমন, আর যদি সত্যবাদী হয়, তবে সে নিরাপদে ইসলামে ফিরে আসবে না (অর্থাৎ গুনাহ্গার হবে)।
—সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৩৭৭২
কসম ভঙ্গ করার কারণে কসমের কাফফারাহ দিতে হবে। আর্থিক সঙ্গতি না থাকায় কাফফারাহ এর তিনটি পদ্ধতির কোনোটি তার পক্ষে সম্ভব না হলে তিনটি রোযা রাখবে।
لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَلٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ ۚ فَکَفَّارَتُہٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَہۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُہُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ ؕ ذٰلِکَ کَفَّارَۃُ اَیۡمَانِکُمۡ اِذَا حَلَفۡتُمۡ ؕ وَاحۡفَظُوۡۤا اَیۡمَانَکُمۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ
আল্লাহ তোমাদেরকে নিরর্থক শপথের জন্য তোমাদের পাকড়াও করবেন না। ৬৬ কিন্তু তোমরা যে শপথ পরিপক্কভাবে করে থাক, ৬৭ সেজন্য তিনি তোমাদেরকে পাকড়াও করবেন। সুতরাং তার কাফফারা হল, দশজন মিসকীনকে মধ্যম ধরনের খাবার দেবে, যা তোমরা তোমাদের পরিবারবর্গকে খাইয়ে থাক অথবা তাদেরকে বস্ত্র দান করবে কিংবা একজন গোলাম আযাদ করবে। তবে কারও কাছে যদি (এসব জিনিসের মধ্য হতে কিছুই) না থাকে, সে তিন দিন রোযা রাখবে। এটা তোমাদের শপথের কাফফারা যখন তোমরা শপথ করবে (এবং তারপর তা ভেঙ্গে ফেলবে তোমরা নিজেদের শপথকে রক্ষা করো। ৬৮ এভাবেই আল্লাহ তোমাদের সামনে নিজ আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় কর।
—আল মায়িদাহ - ৮৯
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন