মান্নতের টাকা কোথায় খরচ করবে?
প্রশ্নঃ ৩৩৯৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল, মানতের টাকা কোন জায়গায় দিতে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি মান্নতকারী মান্নত করার সময় খাত নির্ধারণ না করে থাকে তাহলে মান্নতের টাকা সে সব খাতে ব্যয় করতে হয়, যে সব খাতে যাকাতের অর্থ ব্যয় করা যায়।
আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি ‘ফাতাওয়া আললাজনাতিদ্দায়িমা'তে এসেছে,
الأصل أن المنذور به إذا كان من الأمور المشروعة : فإنه يصرف في الجهة التي عيَّنها الناذر .وإذا لم يعين جهة : فهو صدقة من الصدقات ، يصرف في
الجهات التي تصرف فيها الصدقات؛ كالفقراء والمساكين
মূলনীতি হল, মান্নত যদি শরীয়তসম্মত হয় তাহলে তা ওই খাতে ব্যয় করতে হবে, যা মান্নতকারী নির্দিষ্ট করেছে। আর যদি সে কোনো খাত নির্ধারণ না করে তাহলে যাকাত যে সকল খাতে ব্যয় করা হয় সে সকল সকল খাতে ব্যয় করা হবে। যেমন, ফকির এবং মিসকিনদের মাঝে। (ফাতাওয়া আললাজনাতিদ্দায়িমা ২৩/৩৯০)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ২৩০৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,মানতের টাকা কি মসজিদে দেওয়া যায়, না'কি শুধু গরীব-মিসকিনকে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মান্নতের টাকা যাকাতের টাকার মতো।
মসজিদে ব্যায় করা জায়েয নেই।
মান্নতের টাকা শুধু গরিবদেরকে দেওয়া যাবে।
তবে কেউ যদি মসজিদের নামে মান্নত করে। তা মূলত মান্নত হবে না , বরং ভালো কাজে ব্যায় করার নিয়ত হবে। আর এই টাকা মসজিদে দেওয়া যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন