প্রশ্নঃ ৬২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন মাইক্রোবাস চালক। আমার প্রতিবেশী শিহাব ভাইয়ের একটা মাইক্রোবাস আছে। তিনি একদিন আমাকে ডেকে নিয়ে বললেন যে, তুমি আমার মাইক্রোটা চালাও। গাড়ীর প্রয়োজনীয় খরচ ব্যতীত যা আয় হবে তার ৩০% তোমার আর ৭০% আমার। আমাদের উক্ত চুক্তিটি কি সহীহ হয়েছে? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনাদের প্রশ্নোক্ত চুক্তিটি সহীহ হয়নি। কারণ এক্ষেত্রে চালকের পারিশ্রমিক সুনির্দিষ্ট হওয়া জরুরি। গাড়ির আয়ের শতকরা হারে পারিশ্রমিক দেওয়ার চুক্তি সহীহ নয়। ঐ কাজটি সহীহভাবে করতে চাইলে নিম্নোক্ত যে কোনো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে :
১. চালককে নির্ধারিত হারে পারিশ্রমিক/বেতন দিতে হবে। এক্ষেত্রে গাড়ির সব আয় হবে মালিকের।
২. চালক নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে গাড়িটি মালিক থেকে ভাড়া নিবে। সেক্ষেত্রে মালিক গাড়ির নির্ধারিত ভাড়া পাবে আর গাড়ির যাবতীয় আয় চালক একাই পাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন