নামাযীর বরাবর সামনে থেকে সরে যাওয়ার হুকুম।
প্রশ্নঃ ৬২৫১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, । সময় সামন দিয়ে কেউ হেটে গেলে কি গুনাহ হবে।আর এজন্য কি নামাজের সামনে লাঠি বা কোনে কিছু দাড় করে দিতে হবে। রেফারেন্স সহ জানাবেন প্লিজ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাযীর বরাবর সামনে থেকে ডানে বা বামে চলে যাওয়ার সুযোগ আছে। হাদীসে যে নামাযীর সামানে দিয়ে অতিক্রম করতে নিষেধ করা হয়েছে তার অন্তর্ভুক্ত নয়। তবে বিনা প্রয়োজনে সামনে থেকে এভাবে সরে যাওয়া উচিত নয়।
أَرَادَ الْمُرُورَ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي، فَإِنْ كَانَ مَعَهُ شَيْءٌ يَضَعُهُ بَيْنَ يَدَيْهِ ثُمَّ يَمُرُّ وَيَأْخُذُهُ، وَلَوْ مَرَّ اثْنَانِ يَقُومُ أَحَدُهُمَا أَمَامَهُ وَيَمُرُّ الْآخَرُ وَيَفْعَلُ الْآخَرُ هَكَذَا يَمُرَّانِ
ফতাওয়ায়ে শামী, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৬৩৬
كَذَا فِي النِّهَايَةِ وَلَوْ مَرَّ اثْنَانِ يَقُومُ أَحَدُهُمَا أَمَامَهُ وَيَمُرُّ الْآخَرُ وَيَفْعَلُ الْآخَرُ. هَكَذَا وَيَمُرَّانِ كَذَا فِي الْقُنْيَةِ.
ফতাওয়ায়ে আলমগিরী, খন্ড ১, পৃষ্ঠা নং ১০৪
আহসানুল ফাতাওয়া, খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৪০৭
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন