মদ্যপ স্বামীর জন্য দাওয়া
প্রশ্নঃ ৬২২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হলো আমার বর প্রতিদিন মদ খাই আামার ও আমার বাচ্চা দের প্রতি কোন ভালোবাসা নেই। সংসার এর প্রতি কোন খেয়াল করে না। ও কে ভালো করার কোন আমল দেন। আমি আল্লাহর ওপর ভরাস করে ওর সংসার করছি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রতিদিন দু'রাকাআত সালাতুল হাজত পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তার হাতে পায়ে ধরে তাকে আদর সোহাগ, প্রেম ভালোবাসা দিয়ে বুঝাতে চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেন এই সংকট থেকে উদ্ধার করেন। আপনার স্বামীকে যেন হিদায়াতের পথে ফিরিয়ে আনেন। সম্ভব হলে শেষ রাতে তাহাজ্জুদের সময় সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর দোয়া কবুল হয়। এই সময় দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। সম্ভব হলে কোন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে তাকে নিয়ে চলুন। তার দেওয়া আমল করুন। তিনি কোনো ঔষধ/পনি/তেলা পড়া দিলে সেগুলো আপনার স্বামীকে খাওয়ান। ব্যবহার করান।
আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবেন, তার কপালের কাছে গিয়ে এই আয়াত পড়ে তার মাথায় ও মুখে ফু দিবেন।
اِنِّیۡ تَوَکَّلۡتُ عَلَی اللّٰہِ رَبِّیۡ وَرَبِّکُمۡ ؕ مَا مِنۡ دَآبَّۃٍ اِلَّا ہُوَ اٰخِذٌۢ بِنَاصِیَتِہَا ؕ اِنَّ رَبِّیۡ عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ
‘আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহ্ র ওপর; এমন কোন জীবজন্তু নাই, যে তাঁর পূর্ণ আয়ত্তাধীন নয়; নিশ্চয়ই আমার প্রতিপালক আছেন সরল পথে।
—সূরা হুদ - ৫৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন