রূহ কি?
প্রশ্নঃ ৬০৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রূহ কি? এটা কি দেখা যায়?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রূহ আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহর বিশেষ হুকুম। এটি খুবই সূক্ষ্ম। চর্ম চোখে যা দেখা সম্ভব নয়।
বনী-ইসরাঈল, আয়াতঃ ৮৫
وَیَسۡـَٔلُوۡنَکَ عَنِ الرُّوۡحِ ؕ قُلِ الرُّوۡحُ مِنۡ اَمۡرِ رَبِّیۡ وَمَاۤ اُوۡتِیۡتُمۡ مِّنَ الۡعِلۡمِ اِلَّا قَلِیۡلًا
অর্থঃ
( হে নবী! ) তারা তােমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, আমার। প্রতিপালকের হুকুমঘটিত। তােমাদেরকে জ্ঞান। দেওয়া হয়েছে সামান্যমাত্র।
তাফসীরঃ
সহীহ বুখারী ও সহীহ মুসলিম শরীফে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি.) থেকে বর্ণিত আছে, কতিপয় ইয়াহুদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার অভিপ্রায়ে প্রশ্নে করেছিল, রূহ কি জিনিস ? তারই উত্তরে এ আয়াত নাযিল হয়েছে। উত্তরে কেবল ততটুকু কথাই বলা হয়েছে, যতটুকু মানুষের পক্ষে বােঝা সম্ভব। অর্থাৎ, কেবল এতটুকু কথা যে, ‘ রূহ সরাসরি আল্লাহ তাআলার আদেশ দ্বারা সৃষ্ট। মানুষের দেহ ও অন্যান্য মাখলুকের ক্ষেত্রে তাে লক্ষ্য করা যায়, তাদের সৃষ্টিতে বাহ্যিক আসবাব - উপকরণের কিছু ভূমিকা আছে। যেমন নর - নারীর মিলনে বাচ্চা জন্ম নেয়। কিন্তু রূহের বিষয়টা এ রকম নয়। তার সৃষ্টিতে এ রকম কোন কিছুর ভূমিকা মানুষের দৃষ্টিগােচর হয় না। এটা সরাসরি আল্লাহ তাআলার হুকুমে অস্তিত্ব লাভ করে। রূহ সম্পর্কে এর বেশি বােঝা মানব বুদ্ধির পক্ষে সম্ভব নয়। তাই বলা হয়েছে, তােমাদেরকে অতি সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। ফলে অনেক কিছুই তােমাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়। অনেক জিনিসই তােমাদের জ্ঞান - বুদ্ধির অতীত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন