প্রশ্নঃ ৬০১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাতুত তসবি নামাজ কখন পড়তে হয় + নিয়ম??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
দিবসের তিনটি নিষিদ্ধ সময় তথা সূর্যোদয়, সূর্যাস্ত ও দুপুর,
এবং দুইটি মাকরূহ ওয়াক্ত অর্থাৎ
সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত,
আসরের নামাযের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যখন নফল নামায পড়া নিষেধ, এই পাঁচটি সময় বাদে যেকোনো সময় সালাতুল তাসবীহ পড়তে পারবেন।
সালাতুত তাসবীহ পড়ার নিয়ম :
সুরা ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা মেলানোর পাশাপাশি প্রত্যেক রাকাআতে (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ) অর্থাৎ সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার-এ তাসবিহটি ৭৫ বার পড়তে হবে।
একই নিয়মে ৪ রাকাআতে মোট ৩০০ বার তাসবীহ পড়ার মাধ্যমে তা আদায় করতে হয়।
>> নামাযে দাঁড়িয়ে সুরা ফাতিহা আরেকটি সূরা মিলানোর পর এ তাসবিহ (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ) পড়ুন- ১৫ বার।
>> রুকুতে গিয়ে রুকুর তাসবিহ (سُبْحَانَ رَبِّىَ الْعَظِيْم) পড়ার পর এ তাসবিহ (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ) পড়ুন- ১০ বার।
>> রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এ সাতবিহ (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ) ১০ বার।
>> সাজদায় গিয়ে সাজদার তাসবীহ (سُبْحَانَ رَبِّىَ الْأَعْلَى) পড়ার পর সাজদাবস্থায় এ তাসবীহ (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ) পড়ুন- ১০ বার।
>> দুই সাজদার মাঝে বসাবস্থায় এ তাসবীহ (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ) পড়ুন- ১০ বার।
>> দ্বিতীয় সাজদায় গিয়ে সাজদার তাসবীহ (سُبْحَانَ رَبِّىَ الْأَعْلَى) পড়ার পর আবার সাজদাবস্থায় এ তাসবীহ (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ) পড়ুন- ১০ বার।
>> দ্বিতীয় সাজদাহ থেকে আল্লাহু আকবার বলে বসে এ তাসবীহ (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ) পড়ুন- ১০ বার।
এরপর তাকবীর না বলে চুপচাপ দাঁড়িয়ে যাবে।
এভাবে দ্বিতীয় রাকাআতে দাঁড়িয়ে প্রথম রাকাআতের মতো এ নামায আদায় করা। দুই রাকাআতের পর বৈঠকে তাশাহহুদ পড়ার আগে এ তাসবীহ (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ) পড়ুন- ১০ বার।
এরপর সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি ২ রাকাআত আদায় করে নেয়া।
মনে রাখতে হবে তাসবীহ পড়ার সময় যদি কোনো স্থানে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম তাসবীহ পড়া হয় তবে, পরবর্তী যে রোকনে তা স্মরণ হবে সেখানেই তা পড়ে নিলেই হবে।
আর কোনো কারণে যদি এ নামাযে সাহু সাজদার প্রয়োজন হয় তবে এ সাজদায় কিংবা সাজদার মাঝখানে বসাবস্থায় এ তাসবীহ পড়তে হবে না।
তাসবীহ পড়ার ক্ষেত্রে স্মরণ রাখার জন্য আঙুলের কর গণনা করা যাবে না। তবে আঙুল চেপে তাসবীহ এর সংখ্যা স্মরণ রাখা যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন