ভ্রু খোলা রেখে পর্দা!
প্রশ্নঃ ৫৯৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পর্দার ক্ষেত্রে ভ্রু কি ঢাকতেই হবে?
বা একটু বের হলে সমস্যা হবে?
নরমালি ঘরে নন মাহরামের সামনে পর্দা করলে সুতি/লিলেন খিমার পড়া সুবিধাজনক, এটাচড নিকাব দিয়ে মুখ ঢেকে নেওয়া যায়।
কিন্তু এতে ভ্রু ঠিকমত ঢাকে না।
এভাবে পর্দা হবে?
আর হাতের কবজি এবং পায়ের টাখনুর নিচের অংশ নিয়ে মাসয়ালা কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে সহজ করেছেন। দ্বীন ইসলামের কোন বিধান মানুষের জন্য অসম্ভব করেননি। নারীরা বিশেষ প্রয়োজনে বাহিরে যেতে আপাদমস্তক পুরো শরীর ঢেকে যাবে। শুধু পথ দেখার সুবিধার্থে চক্ষু খোলা রাখতে পারবে। এই বিধানটি এসেছে পবিত্র কুরআনুল কারীমের সূরা আহযাবে।
یٰۤاَیُّہَا النَّبِیُّ قُلۡ لِّاَزۡوَاجِکَ وَبَنٰتِکَ وَنِسَآءِ الۡمُؤۡمِنِیۡنَ یُدۡنِیۡنَ عَلَیۡہِنَّ مِنۡ جَلَابِیۡبِہِنَّ ؕ ذٰلِکَ اَدۡنٰۤی اَنۡ یُّعۡرَفۡنَ فَلَا یُؤۡذَیۡنَ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا
হে নবী ! তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মু’মিনদের নারীগণকে বল, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টানিয়া দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু।
—আল আহ্যাব - ৫৯
নারীরা সার্বক্ষণিক ঘরে অবস্থান করবে ঘরে নন মাহরাম ব্যক্তিবর্গ থাকলে তাদের সম্মুখে আপাদমস্তক ঢেকে চলা প্রায় অসম্ভব ব্যাপার। এই জন্য শরীয়তে খানে বিষয়টা কিছুটা শিথিল করেছে বড় সুতি ওড়না শরীরে পেচিয়ে মুখের উপর একটু ঘোমটা টেনে চলাচল করবে এক্ষেত্রে কব্জি ও পায়ের পাতা ঢেকে চলা সম্ভব নয় তেমনি চেহারাতে নেকাব লাগিয়ে চলা অসম্ভব এটাই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই এক্ষেত্রে প্রত্যেকেই নিজের দৃষ্টি সংযত করে নিম্নগামী করে চলাচল করবে আল্লাহ তা'আলা এই বিধানটি দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরে।
وَقُلۡ لِّلۡمُؤۡمِنٰتِ یَغۡضُضۡنَ مِنۡ اَبۡصَارِہِنَّ وَیَحۡفَظۡنَ فُرُوۡجَہُنَّ وَلَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ اِلَّا مَا ظَہَرَ مِنۡہَا وَلۡیَضۡرِبۡنَ بِخُمُرِہِنَّ عَلٰی جُیُوۡبِہِنَّ ۪ وَلَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ اِلَّا لِبُعُوۡلَتِہِنَّ اَوۡ اٰبَآئِہِنَّ اَوۡ اٰبَآءِ بُعُوۡلَتِہِنَّ اَوۡ اَبۡنَآئِہِنَّ اَوۡ اَبۡنَآءِ بُعُوۡلَتِہِنَّ اَوۡ اِخۡوَانِہِنَّ اَوۡ بَنِیۡۤ اِخۡوَانِہِنَّ اَوۡ بَنِیۡۤ اَخَوٰتِہِنَّ اَوۡ نِسَآئِہِنَّ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُنَّ اَوِ التّٰبِعِیۡنَ غَیۡرِ اُولِی الۡاِرۡبَۃِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفۡلِ الَّذِیۡنَ لَمۡ یَظۡہَرُوۡا عَلٰی عَوۡرٰتِ النِّسَآءِ ۪ وَلَا یَضۡرِبۡنَ بِاَرۡجُلِہِنَّ لِیُعۡلَمَ مَا یُخۡفِیۡنَ مِنۡ زِیۡنَتِہِنَّ ؕ وَتُوۡبُوۡۤا اِلَی اللّٰہِ جَمِیۡعًا اَیُّہَ الۡمُؤۡمِنُوۡنَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ
আর মু’মিন নারীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানের হিফাযত করে; তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের আভরণ প্রদর্শন না করে, তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দিয়ে আবৃত করে, তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা-রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারও নিকট তাদের আভরণ প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। হে মু’মিনগণ! তোমরা সকলে আল্লাহ্ র দিকে প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।
—আন নূর - ৩১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন