তাকবীরে উলার ফজিলত
প্রশ্নঃ ৫৮৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাদিস এ আছে একটানা ৪০ দিন জামাতে তাকবীরউলা এর সাথে নামাজ পড়লে সে ব্যাক্তি জান্নাতে প্রবেশ করবে।হাদিস টা কি সত্য আর যদি সত্য হয় তাহলে আমার এক ওয়াক্ত তাকবীর উলা ছুটে গেছে রাকাত কিন্তু ছুটিনাই আমি কি ওই সওয়াব এর অন্তর্ভুক্ত হইতে পারবো জানালে উপকৃত হব
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার উল্লেখিত হাদীসটি সহীহ। তাকবীরে উলার প্রাপ্তি কোনটিকে বলা হবে এই সম্পর্কে কয়েকটি মতামত রয়েছে। সর্বোত্তম কথা হল, ইমামের সঙ্গে সঙ্গে মুক্তাদী তাকবীরে তাহরীমা বলতে পারলে সেটিই তাকবীরে উলা। অবশ্য কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন, যে মুসল্লির রাকাআত ছুটেনি তিনিও তাকবীরে উলা পেয়ে গেছেন। প্রথম মতটি আমলের জন্য বেশি উপযোগী। শেষোক্ত মতটি শান্তনার জন্য সহযোগী।
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، سَلْمُ بْنُ قُتَيْبَةَ عَنْ طُعْمَةَ بْنِ عَمْرٍو، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ " . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَنَسٍ مَوْقُوفًا وَلاَ أَعْلَمُ أَحَدًا رَفَعَهُ إِلاَّ مَا رَوَى سَلْمُ بْنُ قُتَيْبَةَ عَنْ طُعْمَةَ بْنِ عَمْرٍو عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ أَنَسٍ .
আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি আল্লাহ তা’আলার সন্তোষ অর্জনের উদ্দেশ্যে একাধারে চল্লিশ দিন তাকবীরে উলার (প্রথম তাকবীর) সাথে জামা’আতে নামায আদায় করতে পারলে তাকে দুটি নাজাতের ছাড়পত্র দেওয়া হয়ঃ জাহান্নাম হতে নাজাত এবং মুনাফিকী হতে মুক্তি।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৪১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন