আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৫৬৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহজনাব,ছেলে মেয়ে একে অপরের সাথে মেসেজ/ইনবক্স ইত্যাদিতে লিখে কথা বলা যাবে কিনা?যদি বলা যায় কিভাবে বলা যাবে? এবং যদি বলা না যায় কেন বলা যাবেনা? দয়াকরে বিস্তারিত জানালে উপকৃত হব।মুহাম্মাদ ফায়সাল

২৮ এপ্রিল, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক ইসলাম কখনোই সমর্থন করে না।
আপনি যাকে ভালোবাসেন শরীয়তের শর্ত মেনে পারিবারিক ও সামাজিকভাবে তাকে বিবাহ করে নিন।

اَلۡیَوۡمَ اُحِلَّ لَکُمُ الطَّیِّبٰتُ ؕ  وَطَعَامُ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ حِلٌّ لَّکُمۡ ۪  وَطَعَامُکُمۡ حِلٌّ لَّہُمۡ ۫  وَالۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَالۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَلَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ ؕ  وَمَنۡ یَّکۡفُرۡ بِالۡاِیۡمَانِ فَقَدۡ حَبِطَ عَمَلُہٗ ۫  وَہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ ٪

আজ তোমাদের জন্যে সমস্ত ভাল জিনিস হালাল করা হল, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্যে হালাল ও তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্যে হালাল; এবং মু’মিন সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্যে বৈধ করা হল যদি তোমরা তাদের মাহ্র প্রদান কর বিবাহের জন্যে-প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী (প্রেমিকা) গ্রহণের জন্যে নয়। কেউ ঈমান প্রত্যাখ্যান করলে তার কর্ম নিষ্ফল হবে আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
—আল মায়িদাহ - ৫

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন