আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ছেলের শাশুড়িকে বিয়ে করার বিধান

প্রশ্নঃ ৫২৯০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব মুফতি সাহেব আমি জানতে চাচ্ছি কোন পুরুষ লোক তার ছেলের শাশুড়িকে বিবাহ করতে পারবে কিনা?

২৪ জানুয়ারী, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হ্যাঁ, তাদের পরস্পরের মাঝে বিবাহ সহিহ হবে। কারণ তারা একে অপরের মাহরাম নয়।
وَقَالَ عَطَاءٌ أُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَوَاتِ الْمَحَارِمِ مِنْ أَقَارِبِكُمْ (احكام القرآن للجصاص، سورة النساء، رقم الآيات-24، باب المهور-2/139

وَلَا بَأْسَ أَنْ يَتَزَوَّجَ الرَّجُلُ امْرَأَةً وَيَتَزَوَّجَ ابْنُهُ أُمَّهَا أَوْ بِنْتَهَا؛ لِأَنَّهُ لَا مَانِعَ، وَقَدْ تَزَوَّجَ مُحَمَّدُ بْنُ الْحَنَفِيَّةِ امْرَأَةً وَزَوَّجَ ابْنَهُ بِنْتَهَا (البحر الرائق، كتاب النكاح، فصل فى المحرمات-3/105، فتح القدير-2/364

والله اعلم بالصواب

মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন