প্রশ্নঃ ৫২৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো আমার এক বন্ধু আহলে হাদিস পন্থী আমি ওনার বাসায় বেড়াতে গিয়েছিলাম ওদের আসর এর জামাত 4 টাই কিন্তু সে সময় তো হানাফী মাজহাব অনুযায়ী আসর এর time হয়নাই এখন ওই আমার করণীয় কি ওই সময় কি ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
আল্লাহ তাআলা নামাযের জন্য নির্দিষ্ট ওয়াক্ত রেখেছেন। সেই ওয়াক্তের পূর্বে নামায আদায় করলে সহীহ হবে না।
فَاِذَا قَضَیۡتُمُ الصَّلٰوۃَ فَاذۡکُرُوا اللّٰہَ قِیٰمًا وَّقُعُوۡدًا وَّعَلٰی جُنُوۡبِکُمۡ ۚ فَاِذَا اطۡمَاۡنَنۡتُمۡ فَاَقِیۡمُوا الصَّلٰوۃَ ۚ اِنَّ الصَّلٰوۃَ کَانَتۡ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ کِتٰبًا مَّوۡقُوۡتًا
যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহ্কে স্মরণ করবে, যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত কায়েম করবে ; নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মু’মিনদের জন্যে অবশ্যকর্তব্য।
—আন নিসা - ১০৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন