প্রশ্নঃ ৪৯৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অকাল মৃত্যু বলাটা কি শরীয়াহ সম্মত কিনা?
এই ব্যাপারে শরীয়াহ ব্যাখ্যা দিলে উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, যখন তাদের সুনির্দিষ্ট সময় আসবে তা এক মুহূর্ত আগে না, পরেও নয়।
আল্লাহ তা'আলা মানুষের জন্মের পূর্বে মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন। তাই আমাদের আকীদা-বিশ্বাস হলো, প্রত্যেক ব্যক্তি তার সুনির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করে।
এমতাবস্থায় কারো ব্যাপারে অকাল মৃত্যুর কথা বলা কী করে সম্ভব?
এমন উক্তি ঈমান পরিপন্থী।
আল্লাহ তাআলা আমাদেরকে এমন চিন্তাধারা ও উক্তি করা থেকে হিফাযত করুন।
قُلۡ لَّاۤ اَمۡلِکُ لِنَفۡسِیۡ ضَرًّا وَّلَا نَفۡعًا اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ لِکُلِّ اُمَّۃٍ اَجَلٌ ؕ اِذَا جَآءَ اَجَلُہُمۡ فَلَا یَسۡتَاۡخِرُوۡنَ سَاعَۃً وَّلَا یَسۡتَقۡدِمُوۡنَ
( হে নবী ! তাদেরকে ) বলে দাও , আমি তাে আমার নিজেরও কোনও উপকার করার এখতিয়ার রাখি না । এবং কোনও অপকার করারও না , তবে আল্লাহ যতটুকু চান তা ভিন্ন । প্রত্যেক উম্মতের এক নির্দিষ্ট সময় আছে , যখন তাদের সে সময় আসে , তখন তারা তা থেকে এক মুহূর্ত পেছনেও যেতে পারে না এবং এক মুহূর্ত আগেও না
—ইউনুস - ৪৯
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ ـ عَزَّ وَجَلَّ ـ وَكَّلَ بِالرَّحِمِ مَلَكًا يَقُولُ يَا رَبِّ نُطْفَةٌ، يَا رَبِّ عَلَقَةٌ، يَا رَبِّ مُضْغَةٌ. فَإِذَا أَرَادَ أَنْ يَقْضِيَ خَلْقَهُ قَالَ أَذَكَرٌ أَمْ أُنْثَى شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ وَالأَجَلُ فَيُكْتَبُ فِي بَطْنِ أُمِّهِ ".
আনাস ইব্নু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আল্লাহ্ তা’আলা মাতৃগর্ভের জন্য একজন মালাইকা নির্ধারণ করেছেন। তিনি (পর্যায়ক্রমে) বলতে থাকেন, হে রব! এখন বীর্য-আকৃতিতে আছে। হে রব! এখন জমাট রক্তে পরিণত হয়েছে। হে রব! এখন মাংসপিণ্ডে পরিণত হয়েছে। অতঃপর আল্লাহ্ তা’আলা যখন তার সৃষ্টি পূর্ণ করতে চান, তখন জিজ্ঞেস করেনঃ পুরুষ, না স্ত্রী? সৌভাগ্যবান, না দুর্ভাগা? রিয্ক ও বয়স কত? আল্লাহর রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তার মাতৃগর্ভে থাকতেই তা লিখে দেয়া হয়।
সহিহ বুখারী, হাদিস নং ৩১৮
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন