প্রশ্নঃ ৪৯৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এক রাকাত বিতর সলাত কি ভাবে পড়বো। সুরাহ ফাতিয়া পড়ার পর অন্য সুরাহ মিলানোর পর কুনুত কি নিওমে পড়বো
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিতির নামায তিন রাকাত। অসংখ্য সহীহ হাদীসে বিতির নামাযের রাকাআত সংখ্যা এবং সেই রাকাআতে পঠিত কিরাতের বর্ণনা এসেছে। এত সবকিছু দিবালোকের ন্যায় স্পষ্ট থাকতে এক রাকাত বিতর পড়তে কে বাধ্য করছে?
أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِثَلَاثِ رَكَعَاتٍ، كَانَ يَقْرَأُ فِي الْأُولَى بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَفِي الثَّانِيَةِ بِقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَفِي الثَّالِثَةِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَيَقْنُتُ قَبْلَ الرُّكُوعِ، فَإِذَا فَرَغَ، قَالَ عِنْدَ فَرَاغِهِ «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ»، ثَلَاثَ مَرَّاتٍ يُطِيلُ فِي آخِرِهِنَّ (رَوَاه النَّسَائِىْ فِىْ بَابِ ذِكْرِ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ أُبَيِّ بْنِ كَعْبٍ فِي الْوِتْرِ)
হযরত উবাই বিন কা’ব রা. বলেন: রসূলুল্লাহ স. তিন রাকাত বিতির পড়তেন। ১ম রাকাতে সূরা আ’লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। আর রুকুর পূর্বে কুনূত পাঠ করতেন। নামায শেষ করে سبحان الملك القدوس দুআটি তিনবার বলতেন। আর শেষ বারে টেনে পড়তেন। (নাসাঈ: ১৭০১)
সহীহ। আলী বিন মাইমূন ব্যতীত এ হাদীসের রাবীগণ সবাই-ই বুখারী-মুসলিমের রাবী। আর আলী বিন মাইমূন ثقة “নির্ভরযোগ্য”। (তাকরীব: ৫৩৯২)
জামিউল উসূলের তাহকীকে শায়খ আব্দুল কাদির আরনাউত বলেন: هو حديث صحيح “হাদীসটি সহীহ”। (জামিউল উসূল: ৪১৪৭)
শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ-জঈফ নাসাঈ: ১৬৯৯) শাব্দিক কিছু তারতম্যসহ এ হাদীসটি আবু দাউদ: ১৪৩০ এবং ইবনে মাজাহ: ১১৭১ নম্বরেও বর্ণিত হয়েছে।
عَنْ عَلْقَمَةَ «أَنَّ ابْنَ مَسْعُودٍ وَأَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانُوا يَقْنُتُونَ فِي الْوَتْرِ قَبْلَ الرُّكُوعِ»
হযরত আলকামা রহ. বলেন: হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রা. এবং সাহাবায়ে কিরাম রুকুর পূর্বে কুনূত পড়তেন। (ইবনে আবী শাইবা: ৬৯৮৩)
সহীহ। এ হাদীসের রাবীগণ সবাই-ই বুখারী/মুসলিমের রাবী। হাফেজ ইবনে ইবনে হাজার আসকালানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। (আদদিরায়াহ: বিতির নামায অধ্যায়)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন