প্রশ্নঃ ৪৮২৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম = আমার প্রশ্ন হল আমি একজন মোটরসাইকেল মেকানিক অনেক সময় আমার কাপড়ে মবিল কালি লেগে থাকে এই অবস্থায় আমি নামাজ পড়তে পারবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
মোটর সাইকেলের মবিল-কালী ইত্যাদি নাপাক নয়। বিধায় কাপড়ে মোবিল লাগা অবস্থায় নামাজ পড়লে নামাজের ফরজ আদায় হয়ে যাবে। অবশ্য ফরজ নামাজের সময় সাধ্য অনুযায়ী সৌন্দর্য গ্রহণ করা আল্লাহ তাআলার নির্দেশ। তাই ফরজ নামাজের জন্য এইসব কাপড় পরিবর্তন করে সুন্দর কাপড় পরিধান করে নামাজ পড়ার চেষ্টা করবেন।
সময়ের অভাবে কাপড় পরিবর্তন করা না গেলেও শুধুমাত্র মোবিল ও কালির অজুহাতে ফরজ নামাজ ছেড়ে দেয়া কোনোভাবেই জায়েজ হবে না।
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّکُلُوۡا وَاشۡرَبُوۡا وَلَا تُسۡرِفُوۡا ۚ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ٪
হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।
—আল আরাফ - ৩১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন