সুদখোর বা সুদদাতাকে ঋণ দেওয়ার বিধান
প্রশ্নঃ ৪৫২৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক ব্যক্তি আমার কাছ থেকে ১০ হাজার টাকা কর্জ নিবে। তাকে জিজ্ঞাসা করলাম, এ টাকা নিয়ে কি করবেন, সে উত্তর দিল যে, এক এনজিওতে ১০ হাজার টাকা জমা দিয়ে সেখান থেকে এক লক্ষ টাকা কিস্তিতে উঠাবো। এখন আমার জানার বিষয় হল, তাকে টাকা কর্জ দেওয়া যাবে কিনা, এবং দিলে সুদের কাজে সহযোগিতা করা হবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
যেসব ব্যক্তির ব্যাপারে নিশ্চিত জানা যাবে যে, তারা টাকা নিয়ে সুদী লেনদেন করবে। তাদেরকে ঋণ দেওয়া জায়েজ নাই। কাজেই প্রশ্নোক্ত ব্যক্তিকেও আপনি ঋণ দিতে পারবেন না। কেননা আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ
তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন।
(সুরা মায়েদা আয়াত নম্বর: ০২)
তবে কোনো ব্যক্তি যদি অনন্যোপায় হয়ে সুদের ভিত্তিতে টাকা নিয়ে থাকে এবং এখন সে সম্পূর্ণ তাওবা করে সুদের লেনদেন চুকিয়ে আসতে চায় এবং ভবিষ্যত সুদী কারবার না করার ব্যাপারে দৃঢ়সংকল্পবদ্ধ হয় তাহলে তাকে ঋণ দিয়ে সহযোগিতা করার অবকাশ আছে।
فتوی نمبر : 144004201426
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن
https://www.banuri.edu.pk/readquestion
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন