আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪৪৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গুনা থেকে বেঁচে থাকার আমল জানালে খুশি হব

২৫ জানুয়ারী, ২০২১
সুবর্ণচর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আল্লাহর ভয় (তাক্বওয়া) সৃষ্টি করা। এটি তৈরী হবে নেক মানুষের সান্নিধ্যে থাকলে।
গুনাহ থেকে খাটি দিলে তাওবাহ করে যাদের সাথে চললে ও যে পরিবেশে গেলে গুনাহ হয়ে যায় তা ত্যাগ করা।
বেশি বেশি পড়ুন :
لا حول ولا قوة الا بالله العلي العظيم
লা-হাওলা ওয়া লা-ক্বুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন