প্রশ্নঃ ৪৪৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভেতের নামাজ কি ভাবে পড়বো
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তিন রাকাত নামাজে নিয়ত করে প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সূরা মিলিয়ে পড়বেন। দু'রাকাত শেষে বৈঠক বসে আত্তাহিয়্যা পড়বেন। আত্তাহিয়্যাতু পড়ে তাকবীর বলে দাঁড়াবেন এবং সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা মিলিয়ে তাকবীর বলে দুহাত কান পর্যন্ত উঠিয়ে আবার হাত বাঁধবেন। দোয়ায়ে কুনুত পড়বেন । এর পর স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণত প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাআতে সূরা ইখলাস পড়তেন।
সা‘দ ইবনে হিশাম বলেন-
عن عائشة قالت : كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث لا يسلم إلا في آخرهن، وهذا وتر أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه وعنه أخذه أهل المدينة.
‘আয়েশা রা. থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাতে বিত পড়তেন এবং শেষ রাকাতের পূর্বে সালাম ফেরাতেন না’। মুসতাদরাকে হাকেমের বর্ণনায় রয়েছে- ‘আমীরুল মু’মিনীন হযরত উমর রা.ও বিতর এভাবে পড়তেন এবং তাঁর কাছ থেকেই মদীনাবাসী এ আমল গ্রহণ করেছে’।
ইমাম হাকেম, যাহাবী, আইনী, নববী ও আনওয়ার শাহ কাশমীরী প্রমুখ হাদীসটি সহীহ বলেছেন। [বিস্তারিত পর্যালোচনা অংশ দষ্টব্য] [আলমুসতাদরাক ১/৩০৪ হা.১১৮১ তহাবী ১/১৯৩ নাসায়ী ১/২২৮ হা.১৬৯৮ ইবনে আবী শাইবা ৪/৪৯৩-৪৯৪ হা.৬৯১৩ কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মদীনা ১/১৩৭ ৩/২১৪ বিখ্যাত অনেক হাদীসবিশারদই এটিকে সহীহ বলেছেন- আত্তা‘রীফ ৪/৪৪০]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন