প্রশ্নঃ ৪৪০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১৷পাঞ্জেগানা অজিফা কি ওজু ছাড়া ধরলে বা পড়লে গোনাহ হবে????
২৷আল্লাহ্ র নামে কোন মান্নত করলে তা ভংগ করলে প্রতিবার কি কাফফারা আদায় করা লাগবে ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. সমস্ত নেক আমল ওযুর সঙ্গে করলে ফযীলত বেশি। বিশেষত কুরআনুল কারিমের তিলাওয়াত ওযুর সঙ্গে তিলাওয়াত করলে সওয়াব অনেক বেশি।
সুতরাং পাঞ্জেগানা অজিফা ওযু ছাড়া ধরার প্রশ্ন কেন? এই অজিফা অধিকাংশ কুরআনুল কারীমের সূরা এবং আয়াত সম্বলিত হয়ে থাকে। বিধায় ওযু ছাড়া অজিফা স্পর্শ করা নিরাপদ নয়।
২. আল্লাহর নামে মান্নত করার পর মন্নত পুরা করা ওয়াজিব। মান্নার পুরা না করে ভঙ্গ করলে কাফফারা দিতে হবে।
কাফফারা হল: একটি গোলাম আজাদ করা। অথবা দশজন মিসকীনকে দু'বেলা পেট ভরে খাইয়ে দেয়া। অথবা পোশাক দিয়া। এতটুকু আর্থিক সঙ্গতি না থাকলে, তিনটি রোজা রাখা।
لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَلٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ ۚ فَکَفَّارَتُہٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَہۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُہُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ ؕ ذٰلِکَ کَفَّارَۃُ اَیۡمَانِکُمۡ اِذَا حَلَفۡتُمۡ ؕ وَاحۡفَظُوۡۤا اَیۡمَانَکُمۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ
আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ। অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক। অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোযা রাখবে। এটা কাফফরা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।
—আল মায়িদাহ - ৮৯
উল্লেখ্য : মান্নত ভঙ্গের কাফফারা ও শপথ ভঙ্গের কাফফারা একই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন