কোনো ইবাদত শুরু করে মাঝ পথে ভেঙ্গে দেওয়া
প্রশ্নঃ ৪২২৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি অহেতুক নামাজ ভঙ্গ করে তাহলে কি তার গুনাহ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তায়ালা সুরা মুহাম্মাদের ৩৩ নং আয়াতে ইরশাদ করেন,
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَطِیۡعُوا اللّٰہَ وَاَطِیۡعُوا الرَّسُوۡلَ وَلَا تُبۡطِلُوۡۤا اَعۡمَالَکُمۡ
হে মুমিনগণ! আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর এবং নিজেদের কর্ম বরবাদ করো না।
তাফসির:
কেউ কোনো আমল শুরু করে বিনা ওযরে ছেড়ে দিলে অথবা ইচ্ছাকৃতভাবে ফাসেদ করে দিলে সে গোনাহ্গার হবে এবং কাযা করাও ওয়াজিব হবে। কাজেই নামাজ শুরু করার পর শরিয়তসম্মত কোনো ওজর ছাড়া নামাজ ভেঙে দেওয়া জায়েজ নেই।
বিস্তারিত তাফসির দেখতে নিচের লিংকে প্রবেশ করুন। https://muslimbangla.com/sura/47/tafsir/33
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন