প্রশ্নঃ ৪২২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব মুফতি সাহেব আমি ঘরে নামাজ পড়ার সময় আমার ছোট ছেলে যার বয়স 4 বছর সে কখনো কখনো আমার কোলে জায়নামাজে এবং কাঁধে জড়ায়ে ধরে। উল্লেখ্য যে তার কাপড় চোপড় পবিত্র করে ধরা হয় না এমত অবস্থায় কি আমার নামাজের কোন ক্ষতি হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অসুবিধে নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়ার সময় তার ছোট ছোট নাতিদ্বয় হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহুমা নবীজির কাঁধে চড়ে বসতেন। এটি খুবই স্বাভাবিক ব্যাপার যে, ছোট শিশুদের শরীরে বা কাপড়ে যেকোন জায়গাতে নাপাকির সম্ভাবনা থেকেই যায়। নবীজি এ ঘটনার সময় নামাজ ছেড়ে দেননি।
নামাজ সহীহ হওয়ার জন্য মুসল্লীর (যিনি নামাজ পড়ছেন) শরীর কাপড় এবং নামাজের স্থান পবিত্র হতে হবে। তার কাঁধে চড়ে বসা শিশুর কাপড় পবিত্র হতে হবে, এমন শর্ত নেই।
- كنَّا نُصلِّي مع رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم العِشاءَ الآخرةَ فإذا سجَد وثَب الحَسَنُ والحُسَينُ على ظهرِه فإذا رفَع رأسَه أخَذهما مِن خَلفِه أخْذًا رفيقًا ويضَعُهما على ظهرِه فإذا عاد عادا حتَّى قضى صلاتَه أقعَدهما على فَخِذَيه قال فقُمْتُ إليه فقلْتُ يا رسولَ اللهِ أرُدُّهما فبَرَقَتْ بَرْقةً فقال لهما الحَقا بأمِّكما قال فمكَث ضَوؤُها حتَّى دخَلا على أمِّهما..
الراوي: أبو هريرة | المحدث: الهيثمي | المصدر: مجمع الزوائد
الصفحة أو الرقم: 9/184
خلاصة حكم المحدث: رجال أحمد ثقات
التخريج: أخرجه أحمد (10659)، والعقيلي في ((الضعفاء الكبير)) (4/9) باختلاف يسير، والبزار (9260) مختصراً.
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন